Public Service Commission

একশোর বেশি কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পিএসসি বিভাগ, আবেদন করবেন কী ভাবে?

বাংলা ভাষার উপর দক্ষতা থাকতে হবে। নেপালি ভাষায় দক্ষতা থাকলেও চলবে। ১ জানুয়ারি ২০২২ অনুয়ায়ী আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে থাকতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৭:১৭
পাবলিক সার্ভিস কমিশন।

পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে ভেটেনারি অফিসার পদে নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

এক নজরে দেখে নিন বিস্তারিত:

Advertisement

পদ: ভেটেনারি অফিসার

শূন্যপদ: মোট ১৫৮টি। এর মধ্যে তফসিলি জাতির জন্য ৩১টি, তফসিলি উপজাতির জন্য ৮টি, ওবিসি এ-র ক্ষেত্রে ১৭টি, ওবিসি বি-র ক্ষেত্রে ১২টি এবং পিডি (আংশিক বধির) বিভাগে সাধারণ শ্রেণি প্রার্থীদের ১৩টি, তফসিলি জাতির জন্য ১টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে।

যোগ্যতা:

ভেটেনারি সায়েন্স এবং অ্যানিমেল হাসবেন্ড্রি বিষয়ের উপর ডিগ্রি থাকতে হবে।

রাজ্য বা কেন্দ্র সরকার স্বীকৃত ভেটেনারি কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন করা থাকতে হবে।

বাংলা ভাষার উপর দক্ষতা থাকতে হবে। নেপালি ভাষায় দক্ষতা থাকলেও চলবে।

১ জানুয়ারি ২০২২ অনুয়ায়ী আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

বেতন: লেভেল ১৬ অনুয়ায়ী ৫৬১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে পিএসসি-র wbpsc.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

আবেদন ফি: ২১০ টাকা করে প্রয়োজন। তবে, সংরক্ষিত বিভাগের ক্ষেত্রে আবেদনমূল্যে পার্থক্য রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ:

৩০ জানুয়ারি ২০২৩ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। ২০ ফেব্রুয়ারি দুপুর ৩টের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক প্রার্থীরা পিএসসি-র ওয়েবসাইটটি দেখুন wbpsc.gov.in/।

আরও পড়ুন
Advertisement