PUBDET 2025 Date Release

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান? স্নাতক স্তরের জন্য আবেদন প্রক্রিয়া শুরু

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৬:১০
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন গ্রহণ প্রকিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। তবে, সে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলরস ডিগ্রি এন্ট্রান্স টেস্ট (পিউবিডিইটি) উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই সুযোগ পাওয়া যাবে। তবে, আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে ২১ ও ২৬ জুন। বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিলেবাস, কোন কোন পেপারে কত নম্বরের পরীক্ষা হবে তা বিস্তারিত দেওয়া রয়েছে।

প্রবেশিকা পরীক্ষায় বসতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। তার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানেই এই বিষয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন থেকে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। সম্পূর্ণ তথ্য এবং শর্তাবলি জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ২৮ এপ্রিল ’২৫ পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন