ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। ছবি: সংগৃহীত
উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? স্নাতকস্তরে কৃষিবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে? কিন্তু ডিগ্রি কোর্সে পড়তে চাইছেন না? আপনার জন্য রইল ডিপ্লোমা কোর্সের খবর। কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভুবনেশ্বরে অবস্থিত ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির তরফে প্রকাশিত হয়েছে অ্যাগ্রো-পলিটেকনিক বিষয়ে ডিপ্লোমা কোর্সের বিজ্ঞপ্তি। উল্লেখ করা হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার শর্তাবলি। দেখে নিন একনজরে।
কোন কোন বিষয়ে ডিপ্লোমা পড়ানো হবে?
কৃষিবিজ্ঞান তথা ‘এগ্রিকালচার সায়েন্স’, উদ্যান বিজ্ঞান তথা ‘হর্টিকালচার সায়েন্স’, প্রাণীবিজ্ঞান বা ‘অ্যানিম্যাল সায়েন্স’, মৎস্য বিজ্ঞান বা ‘ফিশারি সায়েন্স’— এই বিষয়গুলিতে ডিপ্লোমা কোর্স পড়ানো হবে।
কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?
যে সমস্ত শিক্ষার্থী দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা সম্পূর্ণ করেছেন, তাঁদেরকে এই বিষয়গুলিতে ডিপ্লোমা পড়ার অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
ভর্তির শর্তাবলি:
কাউন্সেলিং, অ্যাডমিশন-সহ আরও অন্যান্য বিষয়ে জানতে হলে চোখ রাখতে হবে ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটে। এ ছাড়া শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের জন্য নজর রাখতে পারেন আনন্দবাজার অনলাইন শিক্ষা বিভাগেও।