AYUSH

এআইএপিজিইটি-র অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ

যাঁরা অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট (এআইএপিজিইটি) দিতে চান, তাঁরা এনটিএ এআইএপিজিইটি-র ওয়েবসাইট-https://aiapget.nta.nic.in/-গিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ২১:৩১
এআইএপিজিইটি-র অ্যাডমিট কার্ড প্রকাশ

এআইএপিজিইটি-র অ্যাডমিট কার্ড প্রকাশ সংগৃহীত ছবি

কী ভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন?

১. প্রথমেই এনটিএ এআইএপিজিইটি-র সরকারি ওয়েবসাইট-aiapget.nta.nic.in.-এ যেতে হবে।

Advertisement

২. এর পর হোমপেজের ‘এনটিএ এআইএপিজিইটি অ্যাডমিট কার্ড ২০২২’-এর লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এখানে লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪. স্ক্রিনে তার পরে অ্যাডমিট কার্ডটি দেখতে পাওয়া যাবে।

৫. পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিজেদের কাছে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে, না হলে তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় না।

Advertisement
আরও পড়ুন