NEET PG

নিট পিজির স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের প্রভিশনাল ফল প্রকাশ

পরীক্ষার্থীরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট-https://mcc.nic.in/#/home-এ গিয়ে রেজাল্টটি দেখে নিতে পারবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২১:০২
নিট পিজি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড।

নিট পিজি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। প্রতীকী ছবি।

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজির স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের প্রভিশনাল ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এমসিসি-র সরকারি ওয়েবসাইট-https://mcc.nic.in/#/home-এ গিয়ে রেজাল্টটি দেখে নিতে পারবেন।

যে হেতু রেজাল্টটি প্রভিশনাল, তাই পরীক্ষার্থীদের এই রেজাল্ট নিয়ে কোনও আপত্তি জানানোর জন্য মঙ্গলবার বিকেল ৫.৩০ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা mccresultquery@gmail.com-ইমেল আইডিতে মেল করে তাঁদের আপত্তি জানাতে পারবেন। আপত্তি জানানোর পর যে ফল প্রকাশ করা হবে সেটিই চূড়ান্ত বলে ঘোষণা করবে এমসিসি।

Advertisement

কী ভাবে দেখবেন রেজাল্ট?

১. প্রথমে পরীক্ষার্থীদের এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-https://mcc.nic.in/#/home-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'পিজি কাউন্সেলিং' ট্যাবে ক্লিক করে 'প্রভিশনাল রেজাল্ট অফ পিজি ২০২২ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড'- লিঙ্কটিতে যেতে হবে।

৩. এ বার স্ক্রিনে রেজাল্টটি দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

৪. পরীক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের চূড়ান্ত রেজাল্টটিও মঙ্গলবার প্রকাশ করতে পারে এমসিসি।

Advertisement
আরও পড়ুন