ONGC Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থা ওএনজিসিতে কাজের সুযোগ, বেতনের অঙ্ক ১ লক্ষেরও বেশি

আবেদন করতে পারবেন যে কোনও বয়সের প্রার্থীরাই। নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হবে ১,০৫,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ১৬:৫৯
কেন্দ্রীয় সংস্থা ওএনজিসিতে কাজের সুযোগ।

কেন্দ্রীয় সংস্থা ওএনজিসিতে কাজের সুযোগ। সংগৃহীত ছবি।

দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এ চিকিৎসক নিয়োগ করা হবে। সেই মর্মে কিছুদিন আগেই সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ হবে। নিয়োগ হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে। ইন্টারভিউয়ের জন্য রেজিস্টার করতে হবে অনলাইনেই।

নিয়োগ করা হবে মেডিক্যাল অফিসার (ফিল্ড ডিউটি) পদে। শূন্যপদ ১টিই। আবেদন করতে পারবেন যে কোনও বয়সের প্রার্থীরাই। নিযুক্তের মাসিক বেতন হবে ১,০৫,০০০ টাকা। নিযুক্তদের কর্মক্ষেত্র হবে মধ্যপ্রদেশের দামোহ অঞ্চল। চাকরির মেয়াদ পরের বছরের ৩০ জুন পর্যন্ত।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠানের ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) থাকা জরুরি।

প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ১৯ মে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। একইসঙ্গে জমা দিতে হবে সমস্ত নথিও। নথি জমা দেওয়ার শেষ দিন আগামী ২১ মে। এর পর যথা সময়ে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে প্রার্থীদের। ইন্টারভিউয়ের দিনও সঙ্গে রাখতে হবে সমস্ত নথি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার জন্য ৭০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ৩০ নম্বর ধার্য করা হবে। এর পর চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতেই নিয়োগ হবে। এই বিষয়ে আরও বিশদে জানতে সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন