NEET PG

নিট পিজি মপ আপ রাউন্ডের রিপোর্টিংয়ের সময়সূচি প্রকাশ এমসিসি-র তরফে

শনিবারই এমসিসি নিট পিজি মপ আপ রাউন্ডের চূড়ান্ত ফলাফলটি তাদের ওয়েবসাইট mcc.nic.in-এ প্রকাশ করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ২১:০৩
নিট পিজি কাউন্সেলিং

নিট পিজি কাউন্সেলিং সংগৃহীত ছবি

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি মপ আপ রাউন্ডের রিপোর্টিংয়ের সময়সূচি প্রকাশ করল। শনিবারই এমসিসি নিট পিজি মপ আপ রাউন্ডের চূড়ান্ত ফলাফলটি তাদের ওয়েবসাইট mcc.nic.in-এ প্রকাশ করে।

রিপোর্টিংয়ের সময়সূচি প্রকাশ করে এমসিসি জানায়, সংশ্লিষ্ট কলেজগুলিতে প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। আগামী ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে রিপোর্ট করতে হবে।

Advertisement

এ ছাড়া এমসিসি জানায়, কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনলাইন এমসিসি-র পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে, কেউ অফলাইনে ভর্তি হলে তা খারিজ করে দেওয়া হবে।কলেজগুলিতে রিপোর্টিংয়ের সময় প্রার্থীদের এমসিসি-র ওয়েবসাইট থেকে আসন বরাদ্দের চিঠিটিও ডাউনলোড করে নিয়ে যেতে হবে।

আরও পড়ুন
Advertisement