Ratan Tata Death

রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ, বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মুম্বইয়ে

মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাজ্যে ‘শোক দিবস’ পালিত হবে। রাজ্যের সমস্ত সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০৯:১৮
রতন টাটা।

রতন টাটা। —ফাইল ছবি।

প্রয়াত রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার অশীতিপর এই শিল্পপতির মরদেহ শায়িত থাকবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

টাটা পরিবার সূত্রে খবর, সাড়ে ৩টের সময় প্রয়াত শিল্পপতির দেহ শেষযাত্রা শুরু হবে নরিম্যান পয়েন্ট থেকে। ৪টের সময় শুরু হবে শেষকৃত্যের কাজ। পরিবারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “রতন টাটার মরদেহ সাড়ে ১০টার সময় মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের এনসিপিএ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন।”

মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রাজ্যে ‘শোক দিবস’ পালিত হবে। রাজ্যের সমস্ত সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে যে বিনোদনমূলক অনুষ্ঠানগুলি হওয়ার কথা ছিল, সেগুলি স্থগিত রাখা হচ্ছে। মহারাষ্ট্র সরকারের সমস্ত কর্মসূচি এবং বৈঠকও বাতিল করা হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।

বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বয়সজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন মুম্বইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিল যে, বর্ষীয়ান এই শিল্পপতিকে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও দাবি করা হয়েছিল, আচমকা শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে আইসিইউতে ভর্তিও করানো হয়েছে। কিন্তু সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন, সব খবর ভুয়ো। বরং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এর পর বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর মেলে।

আরও পড়ুন
Advertisement