JU Recruitment 2024

সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণামূলক কাজের সুযোগ

নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৪৫
JU

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

সমাজবিজ্ঞানের পড়ুয়াদের জন্য গবেষণাধর্মী কাজের সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক, বিশ্ববিদ্যালয়ে একটি প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কম্প্যারেটিভ লিটারেচার বা তুলনামূলক সাহিত্য বিভাগে গবেষণার কাজ সম্পন্ন হবে। ‘ডিজিট্যাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ সিস্টেমস: এ কেস স্টাডি ফ্রম বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক এই প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ (আইসিএসএসআর)।

প্রকল্পে ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। এই পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা।

আবেদনকারীদের সমাজবিজ্ঞান বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। যাঁরা ইউজিসি নেট উত্তীর্ণ, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০ টাকা। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আরও পড়ুন
Advertisement