যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষা বা ফিজ়িক্যাল এডুকেশনে স্নাতকোত্তর (এমপিএড) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট স্নাতকোত্তর কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের এমপিএড কোর্সটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) দ্বারা স্বীকৃত। এটি দু’বছরের রেসিডেন্সিয়াল কোর্স। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়ুয়াদের এই কোর্সের ক্লাস করতে হবে। ক্লাস শুরু হবে সকাল ৬টায়। চলবে সন্ধে পর্যন্ত।
সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন (বিপিএড) বা সমতুল কোর্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশনে বিএসসিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে নম্বরের ছাড়।
প্র্যাক্টিক্যাল পরীক্ষা, কোনও একটি খেলায় দক্ষতা, লিখিত পরীক্ষা এবং অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে এমপিএড কোর্সে ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্র্যাক্টিক্যাল এবং লিখিত পরীক্ষা হবে আগামী ৮ অগস্ট সকাল ৬টা থেকে। মেধাতালিকা প্রকাশ করা হবে ১৪ অগস্ট বিকেল ৪টের পরে।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। একই সঙ্গে আবেদনমূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৯ জুলাই। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ৩০ জুলাই। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।