Three-Tier Committee Secondary Examinations

সুষ্ঠু ভাবে মাধ্যমিক পরিচালনায় দ্বিগুণ হল ত্রিস্তরীয় কমিটির সদস্যসংখ্যা

গত বছর থেকে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য তিন ধরনের কমিটি গঠন করা হয়েছে। সেগুলি হল ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজ়রি কমিটি (ডিএনএসি), ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) এবং ডিস্ট্রিক্ট মনিটারিং টিম (ডিএমটি)।

Advertisement
অরুণাভ ঘোষ
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৩৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের গঠন করা ত্রিস্তরীয় কমিটির সদস্যসংখ্যা দ্বিগুণ করা হল। তিনটি কমিটিতে রাখা হল ৪১০ জন প্রতিনিধিকে, যা গত বারের তুলনায় দ্বিগুণ।

Advertisement

এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেন, ‘‘ইতিমধ্যেই আমাদের জেলা স্তরে ও প্রধানশিক্ষকদের সঙ্গে বৈঠক শেষ হয়েছে। আলোচনার ভিত্তিতে যে জেলায় যে ধরনের সদস্য প্রয়োজন, তারা তাঁদের ব্যবহার করতে পারে। তাই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’’

গত বছর থেকে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য তিন ধরনের কমিটি গঠন করা হয়েছে। সেগুলি হল ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজ়রি কমিটি (ডিএনএসি), ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) এবং ডিস্ট্রিক্ট মনিটারিং টিম (ডিএমটি)।

ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের কাজ হল পরীক্ষার সাত দিন আগে থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলিতে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখা। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী সমস্ত কাজ হয়েছে কি না, তা যাচাই করা। আগে প্রত্যেকটি জেলার সাব ডিভিশন অনুযায়ী এর সদস্যসংখ্যা ছিল এক জন করে। এ বছর থেকে তা দু’জন করা হল বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। এ প্রসঙ্গে নারায়ণদাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধানশিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, ‘‘উচ্চ মাধ্যমিকের তুলনায় মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে এক জন ডিএমটি দিয়ে সমস্ত বিষয় পরিচালনা কঠিন হয়ে যাচ্ছিল। সদস্যসংখ্যা বাড়লে কাজ দ্রুত হবে।’’

আবার ইআরটি টিমের দায়িত্ব পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে বা কোনও আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। ডিএনএসি টিমের কাজ হল কনভেনরদের পরীক্ষা চলাকালীন সব রকম ভাবে সাহায্য করা।

ত্রিস্তরীয় কমিটিতে গত বছর মোট সদস্যসংখ্যা ছিল ২০৫ জনের মতো। এ বছর তা দ্বিগুণ করা হয়েছে। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘ ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ যে ত্রিস্তরীয় কমিটি করেছে, তার বহর দেখে অবাক হচ্ছি। কমিটিতে সরকারপন্থী শিক্ষক সংগঠনের ৪০০ জনের বেশি স্থান পেয়েছে। এটা যেন কোনও যুদ্ধের প্রস্তুতি। আর একটা ব্যাপার পরিষ্কার হচ্ছে যে, সরকার নিজেদের সংগঠন ধরে রাখতে না পেরে এ সব কমিটির সদস্য হওয়ার প্রসাদ বিলি করছে।’’

Advertisement
আরও পড়ুন