IIT Kharagpur Recruitment 2024

আইআইটি খড়্গপুরে আইসিএসএসআরের প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ কোন পদে?

প্রতিষ্ঠানের বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টে প্রকল্পের কাজ হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৫৪
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

রাজ্যের নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি স্কুলে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হবে। সেই প্রকল্পের জন্যই কর্মী প্রয়োজন। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টে প্রকল্পের কাজ হবে। গবেষণা প্রকল্পটির নাম— ‘সাস্টেনেবেল ডেভেলপমেন্ট অফ ইলেক্ট্রিক ভেহিক্‌ল ব্যাটারি ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া: চ্যালেঞ্জেস, সার্কুলার ইকোনমি ইন্টিগ্রেশন অ্যান্ড পলিসি মেজ়ার্স’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।

প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ ন’মাস। এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

আবেদনকারীদের অর্থনীতি/ ফিন্যান্স/ ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ থাকতে হবে। যাঁদের প্রাইমারি ডেটা কালেকশন অ্যানালিটিক্সের জ্ঞান রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ১২ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement