IIT Kharagpur

আইআইটি খড়্গপুরে সমস্ত বিভাগে পিএইচডিতে ভর্তির সুযোগ, শুরু আবেদন প্রক্রিয়াও

ভর্তি নেওয়া হবে প্রতিষ্ঠানের বায়ো সায়েন্স, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক স্কুলেও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৭:২১
পিএইচডিতে ভর্তির সুযোগ আইআইটি খড়্গপুরে।

পিএইচডিতে ভর্তির সুযোগ আইআইটি খড়্গপুরে। সংগৃহীত ছবি।

উচ্চতর গবেষণার কাজ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য প্রয়োজন পিএইচডি-র। পিএইচডিতে ভর্তি প্রক্রিয়া শুরু হল রাজ্যের আইআইটি খড়্গপুরে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকে। সমস্ত বিষয়ের জন্য পিএইচডিতে ভর্তির আয়োজন করা হচ্ছে। আবেদন জানানো যাচ্ছে অনলাইনেই।

প্রতিষ্ঠানের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, হিউম্যানিটিজ় এবং সোশ্যাল সায়েন্স বিভাগ থেকে শুরু করে মেটিরিয়াল সায়েন্স সেন্টার, সেন্টার অব এক্সেলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ একাধিক বিভাগ এবং সেন্টারে পিএইচডিতে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ভর্তি নেওয়া হবে প্রতিষ্ঠানের বায়ো সায়েন্স, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক স্কুলেও।

Advertisement

সমস্ত বিভাগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। প্রতি সেমেস্টারে পড়ুয়াদের ২৫,০০০ টাকা টিউশন ফি দিতে হবে।

প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা ৬.৫ সিজিপিএ থাকলে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, কমার্স, ম্যানেজমেন্ট বা আইন বিভাগে আবেদন জানাতে পারবেন। হিউম্যানিটিজ়, সোশ্যাল সায়েন্স এবং মেডিসিনে পিএইচডিতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং ৬ সিজিপিএ থাকতে হবে। এ ছাড়াও প্রয়োজন অন্যান্য যোগ্যতার।

আবেদনের জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানে ভর্তির ওয়েবসাইটে যেতে হবে। জেনারেল, ওবিসি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং রূপান্তরকামী প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন জানানোর শেষ দিন ৩১ মার্চ। সমস্ত বিভাগে ভর্তির পরীক্ষাগুলির আয়োজন করা হবে ২ মে থেকে ১২ মে-র মধ্যে। এর পর ১৪ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন