প্রতীকী চিত্র।
ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ কোর্স করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, পাঁচ দিনের একটি কোর্সের মাধ্যমে ইন্টারনেট অফ থিংস, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লাউড কম্পিউটিং শেখানো হবে।
এই কোর্সটি ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, এমন পড়ুয়ারা করার সুযোগ পাবেন। এ ছাড়াও আইটিআই করছেন, কিংবা সরকারি/বেসরকারি সংস্থার কর্মীরাও এই কোর্সটি করার জন্য আবেদন জানাতে পারবেন।
২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ক্লাস হবে। হাতেকলমে প্রশিক্ষণও দেওয়া হবে। সীমিত সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে আগ্রহীদের। আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে থেকে কোর্সের ক্লাস করতে পারবেন অংশগ্রহণকারীরা।
কোর্স ফি হিসাবে ৪ হাজার ১৩০ টাকা ধার্য করা হয়েছে। আইআইটি খড়্গপুর ব্যতীত অন্য কোনও প্রতিষ্ঠানের পড়ুয়ারা ৫ হাজার ৩১০ টাকা দিয়ে এই কোর্স করতে পারবেন। শিক্ষক-অধ্যাপকদের ক্ষেত্রে ৮ হাজার ৮৫০ টাকা এবং কোনও সংস্থায় কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ২৩ হাজার ৬০০ টাকা কোর্স ফি হিসাবে ধার্য করা হয়েছে। আবেদনমূল্য হিসাবে আলাদা করে ১ হাজার ১৮০ টাকা জমা দিতে হবে।
অনলাইন পোর্টালের মাধ্যমে আগ্রহীদের আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে কোর্সেস বিভাগে সংশ্লিষ্ট কোর্সটি বেছে নিয়ে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ১৬ জুন পর্যন্ত।