ICAR Jobs

ব্যারাকপুরের কেন্দ্রীয় সংস্থায় ইয়ং প্রফেশনাল প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ করল আইসিএআর

কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত ব্যক্তির প্রতি মাসের পারিশ্রমিক হবে ৪২,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:৫৩
Central Research Institute for Jute and Allied Fibres.

সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবারস। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইয়ং প্রফেশনাল প্রয়োজন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এর অধীনস্থ সংস্থায় ওই পদে কর্মখালি রয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবারস-এর একটি গবেষণা প্রকল্পে ওই পদে এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

ইয়ং প্রফেশনাল পদের জন্য ভূগোল, জিয়ো-ইনফরমেটিক্স কিংবা রিমোট সেন্সিং অ্যান্ড জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস)— উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর রিমোট সেন্সিং এবং জিআইএস সফট্অয়্যার নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির বয়স ২১ থেকে ৪৫ বছর হওয়া প্রয়োজন। কাজের জন্য তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৪২ হাজার টাকা দেওয়া হবে। প্রাথমিক ভাবে মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তবে, কাজের নিরিখে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে।

আগ্রহীদের ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। এর জন্য আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্য আনুষঙ্গিক নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ১৯ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ২৮ নভেম্বর ব্যারাকপুরের দফতরে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন