CUET PG

শীঘ্রই জানা যাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষার দিনক্ষণ

২০ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১২:৩৮
শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও।

শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। প্রতীকী ছবি।

স্নাতকোত্তর স্তরে দ্য কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (সিইউইটি)-এর দিনক্ষণ প্রকাশিত হতে চলেছে শীঘ্রই। টুইট করে এ কথা জানিয়েছেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামিডালা জগদীশ কুমার। অর্থাৎ, যে সমস্ত পড়ুয়া স্নাতকোত্তর স্তরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাঁদের প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হবে শীঘ্রই।

আগেই জানা গিয়েছিল, চলতি বছরের জুন মাসের শুরুর দিকে হতে পারে প্রবেশিকা পরীক্ষা, যার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ২০ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন পড়ুয়ারা। রেজিস্ট্রেশনের পর যদি কোনও ভুল থাকে আবেদনপত্রে সেটি সংশোধন করা যাবে ২০ থেকে ২৩ এপ্রিলের মধ্যে।

Advertisement
  • রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে সিউইটি পিজি-র ওয়েবসাইটে যেতে হবে।
  • ‘হোমপেজ’ থেকে ‘রেজিস্ট্রেশন ফর সিউইটি পিজি ২০২৩’ লেখাটির উপর ক্লিক করতে হবে।
  • যে পেজটি খুলবে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এর পর ধাপ অনুযায়ী প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র পূরণ করতে হবে।
  • শেষে আবেদনপত্র জমা হয়ে গেলে, পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।

যে শিক্ষার্থীরা ইউজিসি স্বীকৃত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (কুয়েট) দিতে হয়। ২০২৩-এর মে মাসের ২১ থেকে ৩১ তারিখের মধ্যে হতে পারে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা। যার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত স্নাতক স্তরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার আবেদন প্রক্রিয়া।

Advertisement
আরও পড়ুন