CBSE Exam

সিবিএসই ২০২৩-এর স্যাম্পেল পেপার প্রকাশিত, জেনে নিন কী ভাবে ডাউনলোড করবেন

২০২৩ -এ যারা দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, তারা সিবিএসই -এর সরকারি ওয়েবসাইট থেকে প্রশ্নপত্রের নমুনা সংগ্রহ করতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২১:১১
সিবিএসই  ২০২৩-এর স্যাম্পেল পেপার

সিবিএসই ২০২৩-এর স্যাম্পেল পেপার সংগৃহীত ছবি

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই ) ২০২৩-এর দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার স্যাম্পেল পেপার প্রকাশ করেছে। ২০২৩ -এ যারা দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, তারা সিবিএসই -এর সরকারি ওয়েবসাইট-https://www.cbse.gov.in/ অথবা https://cbseacademic.nic.in/-এ গিয়ে প্রশ্নপত্রের নমুনা সংগ্রহ করতে পারে। এই সমস্ত স্যাম্পেল পেপার ছাড়াও পরীক্ষায় নাম-নম্বর দেওয়ার ক্ষেত্রে পরিকল্পনার কথাও জানিয়েছে বোর্ডের পরিকল্পনার কথাও জানিয়েছে বোর্ড ।

পরীক্ষার্থীরা কী ভাবে স্যাম্পেল পেপারগুলি ডাউনলোড করবে?

Advertisement

১. প্রথমে পরীক্ষার্থীদের সিবিএসই -র অফিসিয়াল ওয়েবসাইট- https://www.cbse.gov.in/-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে 'অ্যাকাডেমিক ওয়েবসাইট ট্যাব'-এ ক্লিক করতে হবে।

৩. এর পর নতুন একটি পেজে 'স্যাম্পেল কোশ্চেন পেপারস ফর ক্লাস টেন ও টুয়েলভ ফর দ্য কারেন্ট অ্যাকাডেমিক সেশন ২০২২-২০২৩'- লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. পরীক্ষার্থী যে ক্লাসের নমুনা প্রশ্নপত্র চাইছে, সেই বুঝে পরবর্তী লিঙ্কে ক্লিক করতে হবে।

৫. এর পর পরীক্ষার্থীরা প্রশ্নপত্রগুলি ডাউনলোড করে সেভ করে রাখতে পারে নিজেদের সুবিধার্থে।

এই নমুনা প্রশ্নপত্রগুলি দেখে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রগুলিতে ক'টি ভাগ থাকে, কী ধরণের প্রশ্ন থাকে এবং কী রকম নম্বর থাকে সেই বিষয়ে একটা আন্দাজ করতে পারে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, এর ফলে দশম ও দ্বাদশের পরীক্ষার্থীরা পাঠ্যক্রম ও পরীক্ষার প্রশ্নপত্রের ব্যাপারে স্বচ্ছ ধারণা করতে পারবে ।

Advertisement
আরও পড়ুন