বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
বিদেশি ভাষা শেখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স করানো হয়। এর মধ্যে ফরাসি এবং রাশিয়ান ভাষা নিয়ে একগুচ্ছ কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষাশিক্ষা বিভাগ (ডিপার্টমেন্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ়)-এর আগ্রহীরা ফরাসি এবং রাশিয়ান ভাষার উপর সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমার কোর্স করতে পারবেন।
এই কোর্সগুলিতে যে কোনও বিষয়ের স্নাতকরা ভর্তি হতে পারবেন। তবে ডিপ্লোমা করার ক্ষেত্রে উল্লিখিত ভাষায় একটি সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করলে, ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, কর্মরত কোনও ব্যক্তিরা এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২০০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
উল্লিখিত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে থাকা লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য এবং নথি জমা দিতে হবে। পড়ুয়াদের সুবিধার্থে একটি ইউনিক কিউআর কোডও রয়েছে, যা স্ক্যান করে তাঁরা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য ১৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পড়ুয়াদের আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে মোট আসন সংখ্যার বিষয়ে তথ্য পরে জানানো হবে। অনলাইনে আবেদনের জন্য লিঙ্কটি চালু থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই মর্মে আরও তথ্য জেনে নিতে আগ্রহীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।