Indian Army Recruitment

ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি : কী ভাবে আবেদন জানাবেন, বেতন কাঠামোই বা কেমন হবে, জেনে নিন বিশদ

ভারতীয় টেকনিক্যাল এন্ট্রি স্কিমের ১০+২, ৪৮ এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন পদ্ধতির বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। বিভিন্ন পদের বেতন কাঠামোও উল্লেখ করা হয়েছে তাদের সরকারি ওয়েবসাইটে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৪
ভারতীয় সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনী সংগৃহীত ছবি

দেশের সেবায় নিয়োজিত হওয়াই যেসব তরুণ-তরুণীর স্বপ্ন, ভারতীয় সেনাবাহিনীতে চাকরি তাঁদের সেই স্বপ্নকেই সফল করে তোলে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে টেকনিক্যাল এন্ট্রি স্কিমের ১০+২, ৪৮ এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৯০টি শূন্যপদে আবেদন জমা করার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। তাই ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই সুযোগ হাতছাড়া না করে জেনে নিন বেতন কাঠামো, চাকরিতে পদোন্নতি এবং আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য।

সেনাবাহিনীতে নিয়োগের পর সমস্ত প্রশিক্ষণের পরে লেফট্যানেন্ট পদে পদোন্নতি হয় কমিশনের ভিত্তিতে, ক্যাপ্টেন পদে পদোন্নতি ঘটে কর্মক্ষেত্রে যোগদানের দু'বছর পরে, মেজর পদে পদোন্নতি ঘটে কর্মক্ষেত্রে যোগদানের ছ'বছর পরে, লেফটেন্যান্ট পদে পদোন্নতি ঘটে কর্মক্ষেত্রে যোগদানের ১৩ বছর পরে, কর্নেল টিএস পদে পদোন্নতি ঘটে কাজে যোগ দেওয়ার ২৬ বছর পরে, কর্মক্ষেত্রে বিশেষ কিছু শর্তপূরণের পরে কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফট্যানেন্ট জেনারেল/এইচএজি স্কেল, সিওএএস, ভিসিওএএস,আর্মি ক্যাডার, লেফট্যানেন্ট জেনারেল(এনএফএসজি) পদে পদোন্নতি ঘটে।

Advertisement

উপরোক্ত পদমর্যাদাগুলির বেতনকাঠামো নিম্নলিখিত-

১. লেফটেন্যান্ট- লেভেল ১০ অনুযায়ী— ৫৬,০০০ -১,৭৭,৫০০ টাকা।

২. ক্যাপ্টেন- লেভেল ১০ বি অনুযায়ী— ৬১,৩০০৩ -১,৯৩,৯০০ টাকা।

৩. মেজর - লেভেল ১১ অনুযায়ী— ৬৯,৪০০-২,০৭,২০০ টাকা।

৪. লেফটেন্যান্ট কর্নেল-লেভেল ১২ এ অনুযায়ী— ১,২১,২০০-২,১২,৪০০ টাকা।

৫. কর্নেল-লেভেল ১৩ অনুযায়ী— ১,৩০,৬০০-২,১৫,৯০০ টাকা।

৬. ব্রিগেডিয়ার-লেভেল ১৩ এ অনুযায়ী— ১,৩৯,৬০০-২,১৭,৬০০ টাকা।

৭. মেজর জেনারেল-লেভেল ১৪ অনুযায়ী— ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা।

৮. লেফটেন্যান্ট জেনারেল এইচএজি স্কেল-লেভেল ১৫ অনুযায়ী— ১,৮২,২০০-২,২৪,১০০ টাকা।

৯. লেফটেন্যান্ট জেনারেল এইচএজি প্লাস স্কেল-লেভেল ১৬ অনুযায়ী— ২,০৫,৪০০ -২,২৪,৪০০ টাকা।

১০. ভিসিওএএস/আর্মি ক্যাডার/লেফটেন্যান্ট জেনারেল(এনএফএসজি)-লেভেল ১৭ অনুযায়ী— ২,২৫,০০০ টাকা (অপরিবর্তনীয়)।

১১. সিওএএস-লেভেল ১৮ অনুযায়ী— ২,৫০,০০০ টাকা (অপরিবর্তনীয়)।

এ ছাড়াও সামরিক সেবায় নিযুক্তদের ও প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের কিছু টাকা দেওয়া হয়। এখানে যোগ্যতার জন্য অনুদান, বিমানপথে যাতায়াতের জন্য ভাতা, অন্যান্য বিবিধ ভাতা ও পরিবহণের খরচও দেওয়া হয়।

কী ভাবে আবেদন জানাবেন?

১.যে হেতু সমস্ত আবেদনপ্রক্রিয়া অনলাইন মাধ্যমে করতে হবে, সে হেতু প্রথমেই আপনাকে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে(http://www.joinindianarmy.nic.in/) যেতে হবে।

২.এর পর ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দিতে হবে।

৩. এ ক্ষেত্রে ফর্মে উল্লিখিত সমস্ত কিছু খুঁটিয়ে দেখে নিতে হবে।

৪.ফর্মে কোনও রকম ভুল হয়ে থাকলে সেই ভুল শুধরে নেওয়ারও সুযোগ দেওয়া হবে, যদি তা আবেদনপত্র জমা করার শেষ তারিখের আগে হয়।

৫. ফর্মটি জমা করার পর প্রার্থীকে তা জানিয়ে দেওয়া হবে এবং তার আধ ঘন্টার মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউট ও রোল নম্বর প্রার্থীরা পেয়ে যাবেন।

৬.এই অ্যাপ্লিকেশন ফর্মটির এক কপি প্রিন্টআউট পরীক্ষার্থীদের এসএসবি ইন্টারভিউয়েের সময় নির্বাচন কেন্দ্রে নিয়ে যেতে হবে।

যে সমস্ত নথি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে বলা হয়, তা হল—

১. দশম শ্রেণির অরিজিনাল মার্কশিট ও শংসাপত্র, যেখানে জন্মতারিখের উল্লেখ আছে।

২. দ্বাদশ শ্রেণির অরিজিনাল মার্কশিট ও শংসাপত্র।

৩. অরিজিনাল আইডি প্রমাণপত্র।

৪. জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন, ২০২২-এর রেজাল্টের একটি কপি।

অ্যাপ্লিকেশন ফর্মের আর একটি কপি পরীক্ষার্থীদের কাছে রাখা উচিত, যাতে ভবিষ্যতে সুবিধে হয়।

উপরোক্ত সমস্ত নথিরই দু'কপি ফোটোকপি স্বপ্রত্যয়িত করে এসএসবি ইন্টারভিউয়ে নিয়ে যেতে হবে। সেখানে প্রার্থীদের অরিজিনাল শংসাপত্রগুলি যাচাই করে আবার ফেরত দিয়ে দেওয়া হয়।

এ ছাড়াও ২০ কপি স্বপ্রত্যয়িত পাসপোর্ট সাইজ ছবিও চাওয়া হয় প্রার্থীদের থেকে।

নির্বাচন পদ্ধতি

অ্যাপ্লিকেশন জমা করার পর সেখানে বাছাই করার পর কিছু পরীক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এর পর এসএসবি ইন্টারভিউয়ের জন্য নির্বাচন কেন্দ্রের সমস্ত তথ্য নির্বাচিত প্রার্থীদের মেল করে দেওয়া হয়। দু’টি পর্যায়ে এই নির্বাচন চলে ও এসএসবি ইন্টারভিউটি চলে ৫ দিন ধরে। যাঁরা এসএসবি ইন্টারভিউয়ের পর শারীরিক ভাবে সমর্থ বলে প্রমাণিত হন, তাঁদেরকে কাজে যোগদানের জন্য চিঠি পাঠানো হয়।

তাই খুব বেশি দেরি না করে,আবেদনপত্র সঠিক ভাবে পড়ে, নিজের যোগ্যতা যাচাই করে ও সমস্ত নথিপত্র যথাযথ ভাবে জমা করে এই চাকরিতে আবেদন জানিয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন