আরআরবি গ্রুপ ডি পরীক্ষার উত্তর সঙ্কেত প্রকাশিত সংগৃহীত ছবি
ভারতীয় রেল মন্ত্রক শুক্রবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ ডি পরীক্ষার উত্তর সঙ্কেত প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট-rrbcdg.gov.in-এ গিয়ে উত্তর সঙ্কেতগুলি দেখতে পারবেন। উত্তর সঙ্কেতগুলি ওয়েবসাইটে ১৯ অক্টোবর পর্যন্ত দেখা যাবে।
আরআরবি গ্রুপ ডি-এর বিভিন্ন পর্যায়ের পরীক্ষাগুলি ১৭ অগস্ট থেকে ১১ অক্টোবরের মধ্যে আয়োজিত হয়েছিল। পরীক্ষার্থীরা প্রকাশিত উত্তর সঙ্কেতগুলি নিয়ে আপত্তি জানাতে পারবেন ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে। আপত্তি জানানোর ফি বাবদ পরীক্ষার্থীদের ৫০ টাকা করে দিতে হবে।
পরীক্ষার্থীরা কী ভাবে আরআরবি গ্রুপ ডি-এর উত্তর সঙ্কেতগুলি দেখবেন?
১. প্রথমেই সরকারি ওয়েবসাইট-www.rrbcdg.gov.in-এ যেতে হবে।
২. এ বার হোমপেজে উত্তর সঙ্কেত দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. এখানে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিলেই স্ক্রিনে উত্তর সঙ্কেতের পিডিএফ লিঙ্কটি দেখা যাবে।
৪. পরীক্ষার্থীরা উত্তর সঙ্কেত ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
পরীক্ষার্থীরা কী ভাবে উত্তর সঙ্কেত নিয়ে আপত্তি জানাতে পারেন?
১. উত্তর সঙ্কেত ডাউনলোড করার পরই পরীক্ষার্থীরা আপত্তি জানানোর জন্য যে লিঙ্কটি আছে, সেখানে ক্লিক করতে পারেন।
২. এর পর যে প্রশ্নের উত্তর নিয়ে পরীক্ষার্থীরা আপত্তি জানাতে চান, সেটি নির্বাচন করতে হবে।
৩. এ বার আপত্তি জানিয়ে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
৪. নথিপত্র আপলোড হয়ে গেলে আপত্তি জানানোর জন্য বরাদ্দ অর্থ জমা দিয়ে সেটি সেভ করতে হবে।