Aliah University

ইন্টারভিউয়ের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ আলিয়া বিশ্ববিদ্যালয়ে

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৭
আলিয়া বিশ্ববিদ্যালয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। ‘আরবি মেথডের’ জন্য এডুকেশন বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরে আরবি বিষয়ে স্নাতকোত্তর, বিএড, এমএড হতে হবে। পাশাপাশি, নেট/সেট উত্তীর্ণ হতে হবে বা পিএইডি ডিগ্রি থাকতে হবে।

Advertisement

চুক্তিভিত্তিক স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এই পদে।

১৪ মার্চ ’২৩ ইন্টারভিউ হবে। সকাল ১১টার মধ্যে ইচ্ছুক প্রার্থীদের পৌঁছে যেতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমের দ্বিতীয় তলা, কলকাতা ৭০০১৬০ ঠিকানায় ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের দিন দরকারি নথি এবং তাঁর ফোটোকপি সঙ্গে রাখা প্রয়োজনীয়।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এই ওয়েবসাইটটি দেখুন— https://aliah.ac.in/।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement