Airport Authority of India

একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, বেতন কাঠামো কেমন?

আগ্রহীরা সরকারি এই সংস্থার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৮:২০
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াও। আগ্রহীরা সরকারি এই সংস্থার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তিতে নিয়োগ সংক্রান্ত যে তথ্যগুলি জানিয়েছে, সেগুলি হল:

Advertisement

পদমর্যাদা ও শূন্যপদের সংখ্যা:

১. ম্যানেজার (সরকারি ভাষা)-২টি

২. জুনিয়র এগজিকিউটিভ (এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণ)- ৩৫৬

৩. জুনিয়র এগজিকিউটিভ (সরকারি ভাষা)- ৪টি

৪. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (সরকারি ভাষা)- ২টি

বয়ঃসীমা:

১.সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে- সর্বোচ্চ ৩০ বছর

২. জুনিয়র এগজিকিউটিভ পদে- সর্বোচ্চ ২৭ বছর

৩. ম্যানেজার- সর্বোচ্চ ৩২ বছর

এ ক্ষেত্রে এসসি/এসটি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৩ বছর, পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১০ বছর, এএআই-তে বর্তমানে চাকরিরত প্রার্থীদের ১০ বছর এবং বিধবা, বিবাহবিচ্ছিন্না প্রার্থীদেরও চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়।

বেতন কাঠামো:

১. ম্যানেজার (ই-৩)- ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা

২. জুনিয়র এগজিকিউটিভ (ই-১)- ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা

৩. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (এনই-৬)- ৩৬,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা

আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা শুধু অনলাইন মাধ্যমেই বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। ২২ ডিসেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

বাছাই প্রক্রিয়া: আবেদনপত্র জমা নেওয়ার পর প্রার্থীদের অনলাইনে পরীক্ষা দিতে হবে। সেখানে ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং করা হবে না। অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাছাই প্রার্থীদের নথি যাচাইকরণ/ ভয়েস টেস্ট/সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্সেস টেস্ট/ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। এ ক্ষেত্রে, সমস্ত প্রয়োজনীয় নথির আসল ও ফোটোকপি-সহ প্রার্থীদের নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

পদগুলিতে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতামানের ব্যাপারে বিস্তারিত জানতে প্রার্থীদের এএআই-এর ওয়েবসাইট-aai.aero-এ যেতে হবে।

আরও পড়ুন
Advertisement