বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ছবি: সংগৃহীত।
বিদেশে ডিগ্রি অর্জনের লক্ষ্যে প্রতি বছর ১৩ লক্ষের বেশি পড়ুয়া দেশের বাইরে পাড়ি দেন। কিন্তু তাঁরা দেশে ফিরে চাকরি বা গবেষণার কাজ পেতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ ভাবে যাতে বিদেশের ডিগ্রিপ্রাপ্ত পড়ুয়ারা চাকরি এবং গবেষণামূলক কাজের সুযোগ পান, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। পুরো বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে কমিশন।
সম্প্রতি কমিশনের তরফে এই সম্পর্কিত একটি গেজেট প্রকাশিত হয়েছে। ‘ইউজিসি (রেকগনিশন অ্যান্ড গ্রান্ট অফ ইকুইভ্যালেন্স টু কোয়ালিফিকেশনস অবটেনড ফ্রম ফরেন এডুকেশনাল ইনস্টিটিউটশনস) রেগুলেশনস, ২০২৫’ শীর্ষক ওই গেজেটে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে শুধুমাত্র উচ্চশিক্ষা ক্ষেত্রেই নয়, স্কুল স্তরের পড়ুয়ারাও যাতে এই পরিকাঠামোর অধীনে সুযোগ সুবিধা পেতে পারে, তা নিয়েও পর্যালোচনা করবে কমিশন।
আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার আওতায় যাতে দেশের সব স্তরের পড়ুয়াদের আনা যেতে পারে, তার জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর, জয়েন্ট এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের মতো কর্মসূচিকে আগেই মান্যতা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল স্তর থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর্যায়ে ক্ষেত্র বিশেষে পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও তৈরি করা হয়েছে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক। তারই সঙ্গে বিদেশের ডিগ্রিকেও মান্যতা দিতে তৎপর ইউজিসি। কিন্তু কেন?
কমিশনের সদ্য প্রাক্তন চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, প্রথমত, দেশে ফিরে উচ্চশিক্ষা গ্রহণ কিংবা কর্মক্ষেত্রে প্রবেশের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের। এই সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজন। দ্বিতীয়ত, সব ধরনের পড়ুয়াদের কর্মক্ষেত্রে প্রবেশের পথ প্রশস্ত করতে বিশ্বমানের পরিকাঠামো প্রয়োজন, যার পরিকল্পনা জাতীয় শিক্ষা নীতি ২০২০-তে উল্লেখ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারাও যদি এই বিশেষ পরিকাঠামোর অধীনে উচ্চশিক্ষা লাভের সুযোগ পায়, তবে আন্তর্জাতিক মানচিত্রে দেশের শিক্ষা পরিকাঠামোর ব্যপ্তি ঘটবে। তাই এর জন্য বিদেশের ডিগ্রিকে মান্যতা দেওয়া বিশেষ ভাবে প্রয়োজন। এই ভাবনা দ্রুত বাস্তবায়িত করা হবে। উল্লেখ্য, সদ্য প্রাক্তন চেয়ারম্যান দায়িত্বে থাকাকালীন এই গেজেট কার্যকর করা হয়।
তবে কমিশনের তরফে আরও জানানো হয়েছে, বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল, ফার্মাসি, নার্সিং, আইন, আর্কিটেকচার এবং সমতুল্য ক্ষেত্রে ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা ইউজিসি-র নতুন রেগুলেশনের আওতায় পড়বেন না।