এই শিক্ষা থেকে যদি মানুষ শেষ অবধি নিজেকে সংযত করতে শেখে। —প্রতীকী চিত্র।
কৃত্রিম মেধার কাছে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি শুনতে হয়, তুমি পৃথিবীর বুকে বোঝামাত্র, না থাকলেও ক্ষতি নেই, মানুষ প্রথমটায় ভেবলে যাবেই। তার পরই মনে পড়বে, নিজের থেকে সে কিচ্ছুটি বলে না— মানুষের থেকে যা শিখেছে, মানুষ যা শিখিয়েছে, স্থানে-অস্থানে সেটুকুই উগরে দেয়। যে অসভ্যতা করে মানুষ পার পেয়ে যায়, মানুষ বলেই, কৃত্রিম মেধাকেও তাতে ছাড় না দিয়ে সম্ভবত উপায় নেই। এই শিক্ষা থেকে যদি মানুষ শেষ অবধি নিজেকে সংযত করতে শেখে।