চিত্রকলা ও ভাস্কর্য ২

হলুদে রাঙানো ওই সর্ষেখেত

থার্ড আই ফোটোগ্রাফি উত্‌সব অনুষ্ঠিত হল বিড়লা অ্যাকাডেমিতে। প্রদর্শনীর বিশেষত্ব ছিল কানাডার কিউবেক ইউনিভার্সিটির ২০১৪ আন্তর্জাতিক ফোটোগ্রাফি প্রতিযোগিতার নির্বাচিত ছবিগুলি। অতনু পালের ‘মানবী’ শীর্ষক ছবিতে প্রকৃতির সংহতি উজ্জ্বল।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৫ ০১:০০

থার্ড আই ফোটোগ্রাফি উত্‌সব অনুষ্ঠিত হল বিড়লা অ্যাকাডেমিতে। প্রদর্শনীর বিশেষত্ব ছিল কানাডার কিউবেক ইউনিভার্সিটির ২০১৪ আন্তর্জাতিক ফোটোগ্রাফি প্রতিযোগিতার নির্বাচিত ছবিগুলি। অতনু পালের ‘মানবী’ শীর্ষক ছবিতে প্রকৃতির সংহতি উজ্জ্বল। অনিভদ্র বসুর দিগন্ত বিস্তৃত সর্ষে খেত, শ্যামল দাসের ‘সূর্যস্নাত’, অন্বেষা চট্টোপাধ্যায়ের ভাসমান নৌকার দৃশ্য ও সঙ্গীতা ধারার জলের উপর সাঁকোর ছবি বিশেষভাবে স্পর্শ করে।

Advertisement

প্রদর্শনী

চলছে

ইমামি চিজেল: বার্ষিক প্রদর্শনী ৩১ মার্চ পর্যন্ত।

নবকিশোর চন্দ কাল শেষ।

আইসিসিআর: দেবাশিস ঘোষ রায় আজ শেষ।

অ্যাকাডেমি: শক্তি বর্মন ২১ মার্চ পর্যন্ত।

গ্যালারি লা মেরে: ‘পরমা ২০১৫’ ২১ মার্চ পর্যন্ত।

গ্যালারি ৮৮: মহেশ ৩১ পর্যন্ত।

আলতামিরা আর্ট: বিপিন গোস্বামী ২০ মার্চ পর্যন্ত।

ইলোরা আর্টস: যামিনী রায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ২২ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement