চিত্রকলা ও ভাস্কর্য ২

সৌন্দর্যের নিভৃত মুখ

চেতনার অন্তঃস্থল থেকে রূপ তুলে আনার একটা পদ্ধতি অভিব্যক্তিবাদ, যা আদিমতা ও আধুনিকতাবাদের মধ্যে সংযোগ করে আসছে। সুশান্ত চক্রবর্তী অন্তর্লোকের স্তব্ধতার নিহিত রহস্যকে উন্মোচন করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০০:০০

চেতনার অন্তঃস্থল থেকে রূপ তুলে আনার একটা পদ্ধতি অভিব্যক্তিবাদ, যা আদিমতা ও আধুনিকতাবাদের মধ্যে সংযোগ করে আসছে। সুশান্ত চক্রবর্তী অন্তর্লোকের স্তব্ধতার নিহিত রহস্যকে উন্মোচন করেছেন। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত তাঁর প্রদর্শনীতে অন্তর্মুখী রহস্যের নানা দিক উদ্ভাসিত হয়েছে। সৌন্দর্যের নিভৃত মুখটি তিনি খুঁজেছেন। ফুলদানিতে ফুল, টেবিলের উপর দুটি বোতল নিয়ে স্থিরবস্তুচিত্র, দুই বিদূষকের নীরব উপস্থিতি।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সুমিত্র বসাক, শ্রেয়সী চট্টোপাধ্যায় প্রমুখ ১৬ এপ্রিল পর্যন্ত।

অ্যাকাডেমি: • সমীর কুণ্ডু ৮ পর্যন্ত।

পূর্ণেন্দু মণ্ডল ৮ পর্যন্ত।

মৌসুমি রায় ৮ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement