চিত্রকলা ও ভাস্কর্য ২

শৈল্পিক সুষমায় মাধুর্যময়

ইনস্টাগ্রাম এর উদ্যোগে আইসিসিআর-এ আয়োজিত ‘বেঙ্গলস ডাইভার্সিটি’ আলোকচিত্র প্রদর্শনীতে তরুণ শিল্পীরা ছবির মাধ্যমে বাংলার শহর ও গ্রামের বিভিন্ন দৃশ্য উপস্থাপিত করেছিলেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ০০:০০

ইনস্টাগ্রাম এর উদ্যোগে আইসিসিআর-এ আয়োজিত ‘বেঙ্গলস ডাইভার্সিটি’ আলোকচিত্র প্রদর্শনীতে তরুণ শিল্পীরা ছবির মাধ্যমে বাংলার শহর ও গ্রামের বিভিন্ন দৃশ্য উপস্থাপিত করেছিলেন। পরিচিত দৃশ্য শৈল্পিক সুষমায় মাধুর্যময় হয়ে উঠেছিল। সুব্রত বিশ্বাসের গ্রাম-বাংলার এক নারীর আলপনা দেওয়ার দৃশ্যটি ঐতিহ্যের প্রবহমানতার স্মারক। অনিন্দিতা মুখোপাধ্যায়ের কফি হাউজের একজন ওয়েটার-এর ছবি, নাগরিক ঐতিহ্যকে তুলে ধরে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: সুমিত্র বসাক,শ্রেয়সী চট্টোপাধ্যায় প্রমুখ ১৬ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: মানস, অঞ্জন, শেখর কাল শেষ।

চিত্রকূল গ্যালারি: ছায়া প্রতিচ্ছায়া ১৪ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement