চিত্রকলা ও ভাস্কর্য ২

শুধুই স্বপ্ন ও প্রতীক্ষা

সুররিয়ালিস্ট কল্পনার অসামান্য লাবণ্য-ভরা শ্লেষ প্রসেনজিৎ দাসের ছবিতে। বিস্তীর্ণ আকাশে ভাসমান মেঘের তলায় লাল ও ধূসর বিড়াল দুটি বসে থাকে পাঁচিলের উপর। মিহির কয়াল আঁকেন মানবীর প্রেম, প্রতীক্ষা ও স্বপ্ন নিয়ে অভিব্যক্তিবাদী অনুষঙ্গের ছবি।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ০০:৫৯

সুররিয়ালিস্ট কল্পনার অসামান্য লাবণ্য-ভরা শ্লেষ প্রসেনজিৎ দাসের ছবিতে। বিস্তীর্ণ আকাশে ভাসমান মেঘের তলায় লাল ও ধূসর বিড়াল দুটি বসে থাকে পাঁচিলের উপর। মিহির কয়াল আঁকেন মানবীর প্রেম, প্রতীক্ষা ও স্বপ্ন নিয়ে অভিব্যক্তিবাদী অনুষঙ্গের ছবি। এই দুই তরুণ শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। কল্পরূপকে দুজনে দুভাবে ব্যবহার করেছেন। মিহির জোর দিয়েছেন মানবিক সম্পর্কের নিহিত কল্পনার উপর।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সুমিত্র বসাক, শ্রেয়সি চট্টোপাধ্যায় আজ শেষ।

অ্যাকাডেমি: • স্নিগ্ধ রঞ্জন মণ্ডল ২১ পর্যন্ত।

রবীন্দ্রনাথ সূত্রধর, শাম্ব বিশ্বাস প্রমুখ ২১ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement