চিত্রকলা ও ভাস্কর্য ২

শেক্সপিয়র ও রবীন্দ্রনাথ

অ্যাকাডেমি থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে দেবজিত্ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। শেক্সপিয়রের সাড়ে চারশোতম জন্মবর্ষে নাটক, চলচ্চিত্র ও মঞ্চগান আয়োজিত হয়েছিল। নন্দন-অঙ্গনে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০০:০১

অ্যাকাডেমি থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে দেবজিত্ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। শেক্সপিয়রের সাড়ে চারশোতম জন্মবর্ষে নাটক, চলচ্চিত্র ও মঞ্চগান আয়োজিত হয়েছিল। নন্দন-অঙ্গনে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। পিকাসোর আঁকা শেক্সপিয়রের মুখাবয়ব এবং রবীন্দ্রনাথের শ্রদ্ধাঞ্জলিমূলক লেখাটি উল্লেখযোগ্য। অন্যান্য প্রদর্শের মধ্যে ছিল মহাকবির নিজের হস্তাক্ষর, সত্যজিত্‌ রায়ের আঁকা স্কেচ, ১৮৯৬ সালে ওথেলোর চরিত্রে স্তানিস্লাভস্কি ইত্যাদি।

Advertisement

প্রদর্শনী

চলছে

ইমামি চিজেল: বার্ষিক প্রদর্শনী ৩১ মার্চ পর্যন্ত।

নবকিশোর চন্দ ১৫ মার্চ পর্যন্ত।

গ্যালারি লা মেরে: ‘পরমা ২০১৫’ চলবে ৯ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: ‘মনটাজ ১৫’ চলবে ৯ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: বিজয় চৌধুরী, জয়দীপ কাল শেষ।

আইসিসিআর: দেবাশিস ঘোষ রায় ১৪ মার্চ পর্যন্ত।

আলতামিরা আর্ট: বিপিন গোস্বামী ২০ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement