চিত্রকলা ও ভাস্কর্য ২

রোম্যান্টিক আবহে শুধুই প্রেম

মৃণাল ঘোষক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ এর চার শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। চারটি ভিন্ন আঙ্গিক ও জীবনভাবনা উঠে এসেছে তাঁদের ছবিতে। শুভেন্দু পালিত স্বাভাবিকতাকে কল্পরূপে রূপান্তরিত করে নর-নারীর প্রেম নিয়ে রোমান্টিক আবহ গড়ে তুলেছেন তাঁর ছবিতে।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০০

ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ এর চার শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। চারটি ভিন্ন আঙ্গিক ও জীবনভাবনা উঠে এসেছে তাঁদের ছবিতে। শুভেন্দু পালিত স্বাভাবিকতাকে কল্পরূপে রূপান্তরিত করে নর-নারীর প্রেম নিয়ে রোমান্টিক আবহ গড়ে তুলেছেন তাঁর ছবিতে। মহুয়া রায়ের ছবির বিষয়ও নারী। সুপ্রভা মণ্ডলের কোলাজগুলিতে অন্তর্দৃষ্টির সমন্বয় ঘটেছে। সুশান্ত বড়ালের ছবিগুলি শক্তিশালী।

Advertisement

প্রদর্শনী

চলছে

বিড়লা অ্যাকাডেমি: আদিত্য বসাক, অমৃতা সেন, ছত্রপতি দত্ত প্রমুখ ৭ মার্চ পর্যন্ত।

নস্টালজিয়া ১ মার্চ পর্যন্ত।

ইমামি চিজেল: বার্ষিক প্রদর্শনী ৩১ মার্চ পর্যন্ত।

গ্যালারি লা মেরে: ‘পরমা ২০১৫’ ৯ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement