চিত্রকলা ও ভাস্কর্য ২

যেখানে একত্রিত হয় দৃশ্য ও ধ্বনি

মৃণাল ঘোষের চোখে বেহালার সরসুনায় ‘পেইন্টার্স এইট্টি’ দলের ‘ডায়লগ’ শিরোনামের শিল্পকর্মশিবির।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৩ জুন ২০১৪ ২৩:১৮

সম্প্রতি ‘পেইন্টার্স এইট্টি’ দলটি বেহালার সরসুনায় ‘ডায়লগ’ শিরোনামে একটি শিল্পকর্মশিবির আয়োজন করেছিল। প্রদোষ পাল করেছিলেন ‘লোনলি প্ল্যানেট’ নামে একটি ভিডিয়ো। তাতে তিনি বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্রের দৃশ্য ও ধ্বনিকে একত্রিত করে অসামান্য তাৎপর্যপূর্ণ একটি দৃশ্যকল্প গড়ে তুলেছিলেন। ‘মাটি’ শিরোনামে ভিডিয়ো করেছিলেন তরুণ দে। অন্যান্য শিল্পীরা ছিলেন তিমির ব্রহ্ম, স্নেহাশিস মাইতি, ভবতোষ সুতার, অমিত চক্রবর্তী, সজল কাইতি, প্রদীপ পাত্র, অপু দাশগুপ্ত, দেবাশিস বারুই, অভিজিৎ মুখোপাধ্যায় ও দীপঙ্কর দত্ত।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: গ্রীষ্মকালীন প্রদর্শনী ২ অগস্ট পর্যন্ত।

অ্যাকাডেমি: সনাতন দাস ১৬ জুন পর্যন্ত।

বিপ্লব কর, উমাকান্ত দাস প্রমুখ ১৬ জুন পর্যন্ত।

রনজিৎ হালদার ১৬ জুন পর্যন্ত।

সুব্রত পাল, সৌরভ বসু, স্লেহাংশু শেখর দাস, সুশান্ত দত্ত ১৬ জুন পর্যন্ত।

উমা বর্ধন, কুসুমিতা ভট্টাচার্য, প্রদীপকুমার সেনগুপ্ত প্রমুখ ১৬ জুন পর্যন্ত।

সমীর, শুভ্র, শুভাশিস ২৩ জুন পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement