চিত্রকলা ও ভাস্কর্য ২...

মনে করায় সামাজিক দায়বোধ

শিল্পী বাঁধন দাস-এর শিল্পকৃতির স্মরণে লাহা গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হল বিভিন্ন শিল্পীর ছবি নিয়ে একটি সম্মেলক প্রদর্শনী। এ ছাড়া, শহর জুড়ে শিল্প প্রদর্শনীর স্থান-কালের বিবরণী।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৪ ২৩:৪১

বাঁধন দাস একজন সামাজিক দায়বোধসম্পন্ন শিল্পী ছিলেন। তাঁর শিল্পকৃতির স্মরণে লাহা গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হল বিভিন্ন শিল্পীর ছবি নিয়ে একটি সম্মেলক প্রদর্শনী। বাঁধনের দু’তিনটি বিমূর্ত ছবি ছাড়াও প্রদর্শনীতে ছিল ১৬ জন শিল্পীর কাজ। জয় ভাদুড়ির ছবির সংখ্যাই বেশি। এ ছাড়া অংশগ্রহণ করেছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়, চিত্রভানু মজুমদার, সঞ্জয় ভট্টাচার্য, সুমন চৌধুরী, অমিতাভ ধর, দীপঙ্কর মানি, আলবার্ট অশোক প্রমুখ শিল্পী। বাঁধন দাসের শিল্পকৃতি স্মরণের এই প্রয়াস সীমিত হলেও খুবই প্রয়োজনীয় একটি প্রয়াস।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: যোগেন চৌধুরী ২৯ মার্চ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: ‘পঁচিশ বছর পর...’ কাল শেষ।

অজয়কুমার বন্দ্যোপাধ্যায় কাল শেষ।

অ্যাকাডেমি: চিত্রনিভা চৌধুরী ২৪ মার্চ পর্যন্ত।

বিমান ঘোষ ২৪ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement