চিত্রকলা ও ভাস্কর্য ২...

মিলে যায় বাস্তব ও স্বপ্ন

কাকলি দে একজন আলোকচিত্রী। শশাঙ্ক ঘোষ চিত্রশিল্পী। এই শিল্পী দম্পতি প্রদর্শনী করলেন বিড়লা অ্যাকাডেমিতে। লাদাক উপত্যকা ভ্রমণের অভিজ্ঞতা তাঁরা ব্যক্ত করেছেন। এক জন আলোকচিত্রে, অন্য জন ক্যানভাসের ছবিতে। কাকলি হিমালয়ের পার্বত্য নিসর্গের পাশাপাশি তাঁর ক্যামেরায় ছবি তুলেছেন সেখানকার স্থাপত্য, দেবদেবীর মূর্তি, বন্যপ্রাণী ও মানুষের। তাঁর দক্ষতা প্রশংসনীয়। বাস্তবের সঙ্গে স্বপ্নকেও মিলিয়েছেন। বাস্তব ও স্বপ্নের সম্মিলনের উজ্জ্বল দৃষ্টান্ত শশাঙ্কের আঁকা ক্যানভাসগুলিও। কল্পনার রসায়নে গভীরে প্রবেশ করতে শশাঙ্কও পেরেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ০০:০৫

কাকলি দে একজন আলোকচিত্রী। শশাঙ্ক ঘোষ চিত্রশিল্পী। এই শিল্পী দম্পতি প্রদর্শনী করলেন বিড়লা অ্যাকাডেমিতে। লাদাক উপত্যকা ভ্রমণের অভিজ্ঞতা তাঁরা ব্যক্ত করেছেন। এক জন আলোকচিত্রে, অন্য জন ক্যানভাসের ছবিতে। কাকলি হিমালয়ের পার্বত্য নিসর্গের পাশাপাশি তাঁর ক্যামেরায় ছবি তুলেছেন সেখানকার স্থাপত্য, দেবদেবীর মূর্তি, বন্যপ্রাণী ও মানুষের। তাঁর দক্ষতা প্রশংসনীয়। বাস্তবের সঙ্গে স্বপ্নকেও মিলিয়েছেন। বাস্তব ও স্বপ্নের সম্মিলনের উজ্জ্বল দৃষ্টান্ত শশাঙ্কের আঁকা ক্যানভাসগুলিও। কল্পনার রসায়নে গভীরে প্রবেশ করতে শশাঙ্কও পেরেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: গ্রীষ্মকালীন প্রদর্শনী ২ পর্যন্ত।

অ্যাকাডেমি: • সমীর, শুভ্র, শুভাশিস ২৩ জুন পর্যন্ত।
• অভিজিৎ শীল, মৌসুমী দাস প্রমুখ ৩০ জুন পর্যন্ত।

শুরু হবে

মায়া আর্ট স্পেস: সুব্রত চৌধুরী, শেখর রায়, অলয় ঘোষাল, নীলাঞ্জন দাস, বরুণ রায় প্রমুখ ২৭ শুরু।

আরও পড়ুন
Advertisement