পুস্তক পরিচয় ৩

মুক্ত চিন্তার সংকলন

অনেক বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল ১৯২১ সালে। বাঙালির শিক্ষা-সংস্কৃতির কলকাতা-কেন্দ্রিকতায় কিছুটা অন্তত পরিবর্তনের দিশা দেখা দিল। পরিবর্তন দেখা গেল অন্য দিকেও।

Advertisement
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০০

অনেক বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল ১৯২১ সালে। বাঙালির শিক্ষা-সংস্কৃতির কলকাতা-কেন্দ্রিকতায় কিছুটা অন্তত পরিবর্তনের দিশা দেখা দিল। পরিবর্তন দেখা গেল অন্য দিকেও। ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মুসলমান শিক্ষক ও ছাত্রের উদ্যোগে তৈরি হল ‘মুসলিম সাহিত্য সমাজ’, আর পরের বছরেই প্রকাশিত হল তাদের বার্ষিক মুখপত্র ‘শিখা’। ‘মুসলিম সাহিত্য সমাজ’ এগারো বছর স্থায়ী হলেও ‘শিখা’র আয়ু ছিল মাত্র পাঁচ বছর। নানা সীমাবদ্ধতা, স্ববিরোধ থাকা সত্ত্বেও ‘শিখা’ যে ভূমিকা নিয়েছিল, তা দ্বিতীয়রহিত। ‘শিখা’র উদ্যোক্তারা চেয়েছিলেন অন্ধকারাচ্ছন্ন মুসলমান সমাজে জ্ঞানের আলো জ্বালাতে। পত্রিকার নামপত্রে লেখা থাকত তাদের মূলমন্ত্র: ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। নামের সঙ্গে ‘মুসলিম’ শব্দটি যুক্ত থাকলেও এটি ছিল ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক সংগঠন। অনেক বিশিষ্ট হিন্দু ব্যক্তিত্ব এর অধিবেশনে যোগ দিয়েছেন, সভা পরিচালনাও করেছেন। ‘চিন্তার চর্চা’ ও ‘বুদ্ধির মুক্তি’র যে পথ ‘শিখা’ দেখিয়েছিল, তা নিঃসন্দেহে বাঙালি মুসলমান সমাজকে প্রগতির পথে নিয়ে গিয়েছে।

দুর্লভ এই পত্রিকাটি নিয়ে এর আগে ঢাকা থেকে একাধিক সংকলন প্রকাশিত হয়েছে। এ বার বুলবুল আহমেদের গ্রন্থনা ও সম্পাদনায় এ বাংলার ছোঁয়া প্রকাশন ‘শিখা’র নির্বাচিত প্রবন্ধের সংকলন অনির্বাণ সেই অগ্নিশিখা (৫০০.০০) প্রকাশ করল। চারশো পাতার বইটিতে আছে ‘শিখা’র অধিকাংশ প্রবন্ধ। আছে পূর্ণাঙ্গ সূচি ও লেখক পরিচিতি।

Advertisement
আরও পড়ুন
Advertisement