চিত্রকলা ও ভাস্কর্য ২

বাংলার মাটি বাংলার জল

মৃণাল ঘোষজলরঙের নিসর্গরচনায় বাদল পাল নিজস্ব প্রকাশভঙ্গি তৈরি করেছেন। ১৯৬০ সালে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ডিপ্লোমা পাওয়া এই শিল্পীর একক প্রদর্শনী হল অ্যাকাডেমিতে।

Advertisement
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০০

জলরঙের নিসর্গরচনায় বাদল পাল নিজস্ব প্রকাশভঙ্গি তৈরি করেছেন। ১৯৬০ সালে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ডিপ্লোমা পাওয়া এই শিল্পীর একক প্রদর্শনী হল অ্যাকাডেমিতে। ৫০টি ছবি নিয়ে শিরোনাম ‘বাংলার মাটি’ বাংলার জল’। স্বাভাবিকতাকে ইম্প্রেশনিস্ট আঙ্গিকের মন্ময়তায় মিলিয়ে বাংলার সজল-শ্যামল নিসর্গ থেকে তিনি বের করে এনেছেন এক সাঙ্গীতিক অনুরণন, যার মূলে অধ্যাত্মচেতনা। সঠিক পরিমাপ ও নিয়ন্ত্রণই তাঁর সফলতার উত্‌স।

Advertisement

প্রদর্শনী

চলছে

বিড়লা অ্যাকাডেমি: আনন্দগোপাল রায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

তাজবেঙ্গল: দিবাকর চক্রবর্তী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

অ্যাকাডেমি: সমীরণ সরকার ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসেনজিত্‌ দাস ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

চিত্রকূট: অর্চনা লোধ, অসিত পোদ্দার প্রমুখ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইমেজেস: অর্ঘ্য কর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement