চিত্রকলা ও ভাস্কর্য ২...

প্রতিচ্ছায়াবাদী আঙ্গিকের আভাস

‘ইপপার্ট’ কলকাতার একটি শিল্পশিক্ষাকেন্দ্র। সেখানে প্রশিক্ষিত শিল্পীদের ছবি নিয়ে একটি সম্মেলক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি আইসিসিআর-এ। শিরোনাম ‘ইমপাটির্ং ক্রিয়েটিভিটি’। কিউরেট করেছেন সমীর দেশাই।

Advertisement
শেষ আপডেট: ০৯ মে ২০১৪ ২৩:৪২

‘ইপপার্ট’ কলকাতার একটি শিল্পশিক্ষাকেন্দ্র। সেখানে প্রশিক্ষিত শিল্পীদের ছবি নিয়ে একটি সম্মেলক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি আইসিসিআর-এ। শিরোনাম ‘ইমপাটির্ং ক্রিয়েটিভিটি’। কিউরেট করেছেন সমীর দেশাই। একটি সাধারণ প্রবণতা প্রাধান্য পেয়েছে। তা হল ঐতিহ্যগত দেশীয় আঙ্গিকের চর্চা। অন্তরা সিংহ এঁকেছেন বাঁশি হাতে রাধার ছবি। অনুরাধা হালদারের ছবিতে এসেছে কথাকলি নৃত্যের একটি ভঙ্গি। দেবদাস মজুমদার এঁকেছেন গণেশের প্রতিমাকল্প। আবার প্রতিচ্ছায়াবাদী আঙ্গিকের আভাসও এসেছে। যেমন অনুক্ত ঘোষের জলপদ্মের রূপায়ণটি।

চলছে

Advertisement

সিমা: ‘দ্য মাস্টার অ্যান্ড হিস ডিসাইপল’ ১৭ মে পর্যন্ত।

মায়া আর্ট স্পেস: শিবরাম, পল্লব প্রমুখ কাল শেষ।

তাজ বেঙ্গল: সুমন দাস কাল শেষ।

অ্যাকাডেমি: সুজিত দাস, সঞ্জয় পাত্র প্রমুখ কাল শেষ।
অরুণ, অরুণ প্রমুখ কাল শেষ। শুক্লা, স্বপন প্রমুখ ১২ মে পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement