চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রকাশভঙ্গির বৈচিত্রে অভিনব

পেইন্টার্স অর্কেস্ট্রা, ষাটের দশকের আধুনিকতাবাদী আত্মপরিচয়-সন্ধানী আন্দোলনে দলটির ভূমিকা আছে। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাদের সম্মেলক। শিশির টিকাদার ভাস্কর।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ০০:০১

পেইন্টার্স অর্কেস্ট্রা, ষাটের দশকের আধুনিকতাবাদী আত্মপরিচয়-সন্ধানী আন্দোলনে দলটির ভূমিকা আছে। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাদের সম্মেলক। শিশির টিকাদার ভাস্কর। শুচিব্রত-র গবেষণা দেশীয় ঐতিহ্যগত আঙ্গিক নিয়ে। পার্থপ্রতিম পপ-আর্ট ও কল্পরূপাত্মক আধিুনিকতাবাদী অনুষঙ্গের নানা দিক নিয়ে পরীক্ষা করেন। সকলের কাজ সমান উজ্জ্বল না হলেও প্রকাশভঙ্গির বৈচিত্র আকর্ষণীয়। এ ছাড়াও ছিলেন আরও অনেক শিল্পী।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • পরেশ মাইতি ১৬ জানুয়ারি পর্যন্ত।

গ্যাঞ্জেস গ্যালারি: • শাহাবুদ্দিন আহমেদ ১৬ জানুয়ারি পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন