চিত্রকলা ও ভাস্কর্য ২

নিসর্গের প্রতি অপার বিস্ময়

বন্যপ্রাণীর আলোকচিত্র নিয়ে অ্যাকাডেমিতে সম্প্রতি একক প্রদর্শনী করলেন অতনু ঘোষ। উত্তরাখণ্ড, অসম, গুজরাত, পশ্চিমবঙ্গ ইত্যাদি বিভিন্ন প্রদেশের বনাঞ্চল ঘুরে ঘুরে তিনি ছবিগুলি তুলেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৪ ০০:০১

বন্যপ্রাণীর আলোকচিত্র নিয়ে অ্যাকাডেমিতে সম্প্রতি একক প্রদর্শনী করলেন অতনু ঘোষ। উত্তরাখণ্ড, অসম, গুজরাত, পশ্চিমবঙ্গ ইত্যাদি বিভিন্ন প্রদেশের বনাঞ্চল ঘুরে ঘুরে তিনি ছবিগুলি তুলেছেন। পশুর ছবি আছে অনেক হাতি, গণ্ডার, নীলগাই, বিভিন্ন প্রজাতির হরিণ ইত্যাদি। তবু পাখির ছবিতেই যেন শিল্পী অনেক সফল ভাবে প্রকৃতির অপার বৈচিত্র ও আকাশের আনন্দকে মেলে ধরতে পেরেছেন। গাছের ডালে বা পত্রপুঞ্জের মধ্যে বসে থাকা পাখি এবং আকাশে উড়ে যাওয়া পাখি দু’রকমই তিনি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীয় দক্ষতায় ও দৃশ্যপটের নান্দনিক ভারসাম্যের মধ্য দিয়ে। নিসর্গের প্রতি শিল্পীর বিমুগ্ধ বিস্ময়ও পরিস্ফুট হয়েছে এই ছবির গঠনবিন্যাসে।

Advertisement

প্রদর্শনী

চলছে

গ্যালারি ৮৮: রথিন মিত্র আজ শেষ।

বিড়লা অ্যাকাডেমি: অরূপ লোধ কাল শেষ।

অতনু পাল কাল শেষ।

অ্যাকাডেমি: মানসী মিত্র, জহর দাশগুপ্ত প্রমুখ ৮ ডিসেম্বর পর্যন্ত।

কেমোল্ড: উত্তম দেবনাথ ১০ ডিসেম্বর পর্যন্ত।

মায়া আর্ট: সনাতন দিন্দা ১৪ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement