চিত্রকলা ও ভাস্কর্য ২

নারী জীবনের চার অধ্যায়

কনটেম্পোরারি ইউনিফায়েড পেইন্টার্স প্রদর্শনী করল বিড়লা অ্যাকাডেমিতে। মিন্টু মল্লিকের ছবির বিষয়-নারীর জীবনের চারটি পর্যায়। সব্যসাচী অধিকারী নিসর্গকে রূপান্তরিত করেছেন। সংযুক্তা ভট্টাচার্যের ছবিতে ফুল হয়ে উঠেছে প্রধান বিষয়।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৫ ০০:০১

কনটেম্পোরারি ইউনিফায়েড পেইন্টার্স প্রদর্শনী করল বিড়লা অ্যাকাডেমিতে। মিন্টু মল্লিকের ছবির বিষয়-নারীর জীবনের চারটি পর্যায়। সব্যসাচী অধিকারী নিসর্গকে রূপান্তরিত করেছেন। সংযুক্তা ভট্টাচার্যের ছবিতে ফুল হয়ে উঠেছে প্রধান বিষয়। কৃষ্ণ দে একেঁছেন পুরাণকল্পমূলক বিষয় নিয়ে। শঙ্কর তরফদার ‘স্বাভাবিকতার আঙ্গিকে বাউলের গান নিয়ে ছবি করেছেন। এছাড়াও প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছিলেন পার্থ মণ্ডল, শোভন মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ বোস ও রঞ্জন দাস।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: ‘সিমা অ্যাওয়ার্ড শো’ কাল শেষ।

আইসিসিআর: শ্যামকানু ১৫ পর্যন্ত।

অ্যাকাডেমি: • বুধাদিত্য বিশ্বাস ২০ এপ্রিল পর্যন্ত।

‘মাস্টার স্ট্রোক’ ১৩ এপ্রিল পর্যন্ত।

গ্যালারি ৮৮: • শ্যামাশ্রী বসু ৩০ এপ্রিল পর্যন্ত।

উইভার্স স্টুডিও: • বিকাশ ভট্টাচার্য, মকবুল ফিদা হুসেন, পরিতোষ সেন প্রমুখ পরশু শেষ।

জলসাঘর: • সুমনা ঘোষ ১৪ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement