চিত্রকলা ও ভাস্কর্য ২

নানা রঙের বর্ণমালায়

অ্যাকাডেমিতে ‘ভিনটেজ . কম’-এর ১১-জন শিল্পীর সম্মেলক অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় ভাবনা নেই। সকলের কাজের মানও আশানুরূপ নয়। প্রভাত মাঝি-র ব্রোঞ্জের ভাস্কর্যে ঐতিহ্যগত আঙ্গিক দক্ষতার সঙ্গে পরিস্ফুট।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০০:৪২

অ্যাকাডেমিতে ‘ভিনটেজ . কম’-এর ১১-জন শিল্পীর সম্মেলক অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় ভাবনা নেই। সকলের কাজের মানও আশানুরূপ নয়। প্রভাত মাঝি-র ব্রোঞ্জের ভাস্কর্যে ঐতিহ্যগত আঙ্গিক দক্ষতার সঙ্গে পরিস্ফুট। মুক্তিরাম মাইতি-র রচনাগুলি স্বাতন্ত্র্যময়। অমিত বিশ্বাসের টেম্পারার ব্যবহার সুসংহত নয়। দীপক লামা-র নিসর্গে জলরঙের ব্যবহার পরিচ্ছন্ন। অন্যান্য শিল্পীরা ছিলেন চিন্ময় মুখোপাধ্যায়, পিনাকী ভট্টাচার্য, অয়ন চট্টোপাধ্যায় প্রমুখ।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • অরূপ মণ্ডল, বিশ্বজিৎ চৌধুরী, মানস ভৌমিক প্রমুখ ১২ পর্যন্ত।

প্রবীর চক্রবর্তী ১২ পর্যন্ত।

শ্রীমতী গ্যালারি: • স্বপন নাথ, দীনেশ আগরওয়াল, মিঠু মুখোপাধ্যায় প্রমুখ ১১ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement