চিত্রকলা ও ভাস্কর্য ২

দর্শকের ভূমিকায় রবীন্দ্রনাথ

দেবজিত্ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অ্যাকাডেমি থিয়েটার আয়োজিত ‘জোড়াসাঁকো মঞ্চগাথা’ প্রদর্শনীতে, ‘বাল্মীকি প্রতিভা’ এবং ‘নটীর পূজা’য় অভিনেতা রবীন্দ্রনাথের ছবি উল্লেখযোগ্য। প্রদর্শের মধ্যে ছিল ঠাকুরবাড়ির নাট্যকার গুণেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, স্বর্ণকুমারী, অবনীন্দ্রনাথের প্রতিকৃতি। মঞ্চে অভিনীত নাট্যের নাট্যকার মধুসূদন দত্ত, রামনারায়ণ তর্করত্ন ও দ্বিজেন্দ্রলাল রায়ের চিত্রাবলি। দর্শকের ভূমিকায় রবীন্দ্রনাথও ছিলেন প্রদর্শনীর আঙিনায়।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০০:০০

দেবজিত্ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অ্যাকাডেমি থিয়েটার আয়োজিত ‘জোড়াসাঁকো মঞ্চগাথা’ প্রদর্শনীতে, ‘বাল্মীকি প্রতিভা’ এবং ‘নটীর পূজা’য় অভিনেতা রবীন্দ্রনাথের ছবি উল্লেখযোগ্য। প্রদর্শের মধ্যে ছিল ঠাকুরবাড়ির নাট্যকার গুণেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, স্বর্ণকুমারী, অবনীন্দ্রনাথের প্রতিকৃতি। মঞ্চে অভিনীত নাট্যের নাট্যকার মধুসূদন দত্ত, রামনারায়ণ তর্করত্ন ও দ্বিজেন্দ্রলাল রায়ের চিত্রাবলি। দর্শকের ভূমিকায় রবীন্দ্রনাথও ছিলেন প্রদর্শনীর আঙিনায়।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সুমিত্র বসাক, শ্রেয়সী চট্টোপাধ্যায় প্রমুখ ১৬ এপ্রিল পর্যন্ত।

অ্যাকাডেমি: • লাইভেজিম ৩১ পর্যন্ত।

স্ক্রিবল ৩০ পর্যন্ত।

ক্যানভাস আর্টিস্ট সার্কেল ৩১ পর্যন্ত।

তাজ বেঙ্গল: • সুমন দাশ কাল শেষ।

আরও পড়ুন
Advertisement