চিত্রকলা ও ভাস্কর্য ২...

দেশীয় পরম্পরার আলো

‘সৃজন’ কলকাতা-ভিত্তিক একটি শিল্প-সংগঠন যার প্রধান পরিকল্পক বিশিষ্ট শিল্পী ও লেখক দেবব্রত চক্রবর্তী। তাঁরই পরিকল্পনায় প্রতি বছর বাংলার প্রতিষ্ঠিত উদীয়মান শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলক প্রদর্শনী। ২০১৪-র সম্মেলক অনুষ্ঠিত হল সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৩ মে ২০১৪ ২২:৩২

‘সৃজন’ কলকাতা-ভিত্তিক একটি শিল্প-সংগঠন যার প্রধান পরিকল্পক বিশিষ্ট শিল্পী ও লেখক দেবব্রত চক্রবর্তী। তাঁরই পরিকল্পনায় প্রতি বছর বাংলার প্রতিষ্ঠিত উদীয়মান শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলক প্রদর্শনী। ২০১৪-র সম্মেলক অনুষ্ঠিত হল সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে। প্রাধান্য পেয়েছে সমকালীন চিত্র-ভাস্কর্যের প্রধান একটি ধারা, যেখানে দেশীয় পরম্পরার আলো এসে আধুনিকতাকে উজ্জ্বল করে। অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন অসীম বসু, তরুণ সমাদ্দার, দ্বিজেন গুপ্ত, সুব্রত ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুমন চৌধুরী প্রমুখ এবং দেবব্রত চক্রবর্তী।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: ‘দ্য মাস্টার অ্যান্ড হিস ডিসাইপল’ ১৭ মে পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: পার্থ, তন্ময় প্রমুখ কাল শেষ।

অ্যাকাডেমি: ‘ইমেজ ইন্ডিয়া’ ৫ মে পর্যন্ত।

প্রসেনজিৎ দাস, মৌমিতা জানা প্রমুখ ৫ মে পর্যন্ত।

সৌমিয়া দেবনাথ ৫ মে পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement