চিত্রকলা ও ভাস্কর্য ২

ছবির বিষয় শুধু বাংলার নিসর্গ

দেবাংশু দাস এতিহ্যদীপ্ত ভারতীয় চিত্ররীতিতে নিমগ্নভাবে কাজ করছেন দীর্ঘদিন। গগনেন্দ্র প্রদর্শনশালায় অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। এখানে তিনি এঁকেছেন বাংলার নিসর্গের ছবি। প্রথাগত ভারতীয় রীতিকে তিনি অনেকটাই প্রসারিত করেছেন। স্বাভাবিকতাবাদী রূপরীতির কিছু আভাস আছে এখানে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৫ ০০:০১

দেবাংশু দাস এতিহ্যদীপ্ত ভারতীয় চিত্ররীতিতে নিমগ্নভাবে কাজ করছেন দীর্ঘদিন। গগনেন্দ্র প্রদর্শনশালায় অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। এখানে তিনি এঁকেছেন বাংলার নিসর্গের ছবি। প্রথাগত ভারতীয় রীতিকে তিনি অনেকটাই প্রসারিত করেছেন। স্বাভাবিকতাবাদী রূপরীতির কিছু আভাস আছে এখানে। প্রাচ্যচেতনার এই প্রসারণ তাঁর এই প্রয়াসকে খুবই তাৎপর্যপূর্ণ করেছে বাংলার গ্রামীণ প্রকৃতিকে তিনি মুগ্ধতার দৃষ্টিতে দেখেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: ‘সিমা অ্যাওয়ার্ড শো’ ১২ এপ্রিল পর্যন্ত।

আইসিসিআর: সত্যজিৎ ৭ এপ্রিল শেষ।

অ্যাকাডেমি: অসীম বসু, চন্দ্রশেখর, গৌতম প্রমুখ পরশু শেষ।

সুমন, শুক্লা, ইমন পরশু শেষ।

ইন্টারন্যাশনাল গ্রুপ পরশু শেষ।

গ্রুপ ৯৯ পরশু শেষ।

অদীপ, অখিল, ভবতোষ প্রমুখ ১৯ এপ্রিল পর্যন্ত।

অনিতা, অমৃত প্রমুখ কাল শেষ।

আরও পড়ুন
Advertisement