চিত্রকলা ও ভাস্কর্য ২

ছোট রচনাতেই দক্ষ শিল্পী

মৃণাল ঘোষতরুণ শিল্পী রাজীব দেয়াশী ছবি আঁকেন এক অন্তর্লীন আধ্যাত্মিক অনুভব থেকে। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর দ্বিতীয় একক। অ্যাক্রিলিকে আঁকা বড় ছবির পাশাপাশি জলরঙে আঁকা অনেক ছোট ছবিও ছিল প্রদর্শনীতে।

Advertisement
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০০

তরুণ শিল্পী রাজীব দেয়াশী ছবি আঁকেন এক অন্তর্লীন আধ্যাত্মিক অনুভব থেকে। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর দ্বিতীয় একক। অ্যাক্রিলিকে আঁকা বড় ছবির পাশাপাশি জলরঙে আঁকা অনেক ছোট ছবিও ছিল প্রদর্শনীতে। কয়েকটি বড় ক্যানভাসে অধ্যাত্মচেতনাকে তিনি বিমূর্ততার দিকে নিয়ে গেছেন। ছোট রচনাগুলিতে তিনি অনেক সহজ, স্বচ্ছ ও আন্তরিক।

Advertisement

প্রদর্শনী

চলছে

বিড়লা অ্যাকাডেমি: আদিত্য বসাক, অলকানন্দা নাগ, ছত্রপতি দত্ত প্রমুখ আজ শেষ।

অ্যাকাডেমি: সুব্রত পাল, সুশান্ত দত্ত স্নেহাংশু শেখর দাস ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সমবায় আবাসন: নিউ গড়িয়ায় ভাস্কর্য প্রদর্শনী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement