শান্তা ও গৌতম দত্তবণিক একসঙ্গে প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। কিউবিজম-ভিত্তিক বিশ্লেষণাত্মক তল বিভাজন শান্তার আঙ্গিকের বৈশিষ্ট্য। মানুষ ও বস্তুর পারস্পরিক সম্পর্ককে উদ্ঘাটন করতে চেয়েছেন। গৌতমের ছবিতে ছিল রেখার জালিকার ভিতর দিয়ে বাস্তবকে কল্পরূপে বিন্যস্ত করার প্রয়াস। বাস্তবের ভিতরের অন্তহীন রহস্যকে অনুধাবন করেছেন। রেখারূপের দক্ষতা ও কল্পনার অনন্যতা অধিকাংশ ছবিকেই গভীর-প্রসারী করেছে।
প্রদর্শনী
চলছে
অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী ২১ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: • দেবব্রত হাজরা কাল শেষ।
চিত্রকূট গ্যালারি: • মার্জান ২০ পর্যন্ত।
ভিজুয়াল আর্ট কলেজ: • বার্ষিক প্রদর্শনী ১৫ পর্যন্ত।