চিত্রকলা ও ভাস্কর্য ২

কল্পনায় ভাসমান সূর্যাস্তের আলো

শ্রীআর্ট গ্যালারিতে একক প্রদর্শনী করলেন শিল্পী গীতা দত্ত। স্বাভাবিকতাবাদী আঙ্গিকের দিকে তাঁর ঝোঁক। তবে কোথাও কোথাও ইম্প্রেশনিস্ট-আঙ্গিকের দিকে নিয়ে গেছেন। বিশেষত নিসর্গের ছবিতে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০০:০১

শ্রীআর্ট গ্যালারিতে একক প্রদর্শনী করলেন শিল্পী গীতা দত্ত। স্বাভাবিকতাবাদী আঙ্গিকের দিকে তাঁর ঝোঁক। তবে কোথাও কোথাও ইম্প্রেশনিস্ট-আঙ্গিকের দিকে নিয়ে গেছেন। বিশেষত নিসর্গের ছবিতে। নিসর্গ-রচনায় তিনি অনেক বেশি স্বতঃস্ফূর্ত। ‘দ্য ইভিনিং’ ছবিটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। নদীবক্ষে সূর্যাস্তের আলোর ব্যঞ্জনাকে ধরেছেন কল্পনাদীপ্তভাবে। আর একটি উল্লেখযোগ্য ছবি ‘ক্যান্ডল-লাইট’। নির্জনে একটি মোম জ্বলছে— এই হল ছবিটির বিষয়।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • লালুপ্রসাদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: সুপ্রীতি দত্ত ১ থেকে ৭ পর্যন্ত।

দেবাশিস দাস ৩১ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • সুরজিৎ ১ থেকে ৬ পর্যন্ত।

ভারতীয় জাদুঘর: • অবনীন্দ্রনাথের চিত্রপ্রদর্শনী ৫ থেকে ৯ পর্যন্ত।

ইমামি আর্ট: • প্রবীর ৩১ পর্যন্ত।

অবনীন্দ্রনাথ গ্যালারি: • শূলধারিণী ২৮ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: • কালার কার্নিভাল ২ পর্যন্ত।

লা মেরে: • অমিত, অমিতা, অনিল প্রমুখ ৩১ পর্যন্ত।

কেমোল্ড গ্যালারি: • জহর, পার্থপ্রতিম, মানসী প্রমুখ ১ থেকে ৫ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement