চিত্রকলা ও ভাস্কর্য ২

কল্পনা ও বাস্তবের পুরাণকল্প

সমরেন্দ্র কুমার দত্ত ও আলবার্ট অশোক, একসঙ্গে প্রদর্শনী করলেন ‘দ্য রিয়েলিটি, সুপাররিয়েলিটি অ্যান্ড দ্য মিথ’। সমরেন্দ্র কাজ করেছেন ঐতিহ্যগত আঙ্গিকে পুরাণকল্পমূলক বিষয়ে। অধিকাংশ ছবির বিষয় রাধাকৃষ্ণ।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১

সমরেন্দ্র কুমার দত্ত ও আলবার্ট অশোক, একসঙ্গে প্রদর্শনী করলেন ‘দ্য রিয়েলিটি, সুপাররিয়েলিটি অ্যান্ড দ্য মিথ’। সমরেন্দ্র কাজ করেছেন ঐতিহ্যগত আঙ্গিকে পুরাণকল্পমূলক বিষয়ে। অধিকাংশ ছবির বিষয় রাধাকৃষ্ণ। অশোক স্বাভাবিকতার আঙ্গিকের কৌণিক জ্যামিতিকায় শক্তি ও সুষমার সমন্বয় ঘটিয়েছেন। অশ্বারোহীর গতিভঙ্গিমার পাশেই মা ও শিশুর লাবণ্যময়তা। গ্রামীণ সারল্যের সঙ্গে নাগরিক জটিলতাকে সমন্বিত করেছেন তিনি।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • লালুপ্রসাদ আজ শেষ।

অ্যাকাডেমি: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ৮ থেকে ১৪ পর্যন্ত।

রাজীব দেয়াশি ৮ থেকে ১৪ পর্যন্ত।

সুপ্রীতি দত্ত পরশু শেষ।

স্কেচ ক্লাব পরশু শেষ।

বিড়লা অ্যাকাডেমি: • সুরজিৎ কাল শেষ।

আইটিসি সোনার: • অটাম সিম্ফনি কাল শেষ।

কেমোল্ড গ্যালারি: • জহর, পার্থপ্রতিম, মানসী প্রমুখ আজ শেষ।

চিত্রকূট গ্যালারি: • সুব্রত গঙ্গোপাধ্যায় ৭ পর্যন্ত।

ভারতীয় জাদুঘর: • অবনীন্দ্রনাথের চিত্রপ্রদর্শনী ৯ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement