চিত্রকলা ও ভাস্কর্য ২

উদ্ভাসিত তারুণ্যের তন্ময়তা

উমা বর্ধন, কুসুমিতা ভট্টাচার্য ও দেবিকা মুখোপাধ্যায়— তিন শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন বিড়লা অ্যাকাডেমিতে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০০:০০

উমা বর্ধন, কুসুমিতা ভট্টাচার্য ও দেবিকা মুখোপাধ্যায়— তিন শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন বিড়লা অ্যাকাডেমিতে। তিনজনই ঐতিহ্যগত ভারতীয় চিত্ররীতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। উমা-র ছবিতে ধরা পড়েছে শিশুদের খেলার জগৎ। কুসুমিতা এঁকেছেন গৃহাভ্যন্তরের নানা স্ত্রী-আচার। দেবিকা মেয়েদের তারুণ্যের তন্ময়তাতে উদ্ভাসিত করতে চেয়েছেন। পক্ষীরাজ ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে এক মানবী—এ রকম প্রতিমাকল্পও আছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি •চিন্ময় মুখোপাধ্যায়,অমিত বিশ্বাস, অয়ন চট্টোপাধ্যায়, বিকাশ হালদার প্রমুখ ২৮ পর্যন্ত। অর্পন হালদার, দেবনাথ ঘোষ, রণবীর পাল প্রমুখ ২৮ পর্যন্ত।

আইসিসিআর • বেঙ্গল আর্ট ফ্যাক্টরি ২৭ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement