পুস্তক পরিচয় ২

আখ্যান প্রসারিত হয়েছে সমাজচিত্রে

শি শিরকুমার দাশের কবিতা নাটক গদ্য চিঠিপত্র, সুবল সামন্ত সম্পাদিত শিশিরকুমার দাশ: জীবন ও মনন-এ (এবং মুশায়েরা, ২৫০.০০)। তাঁকে নিয়ে আলোচনার সঙ্গে চিন্ময় গুহ কৃত সাক্ষাৎকার, জীবন ও গ্রন্থপঞ্জি।

Advertisement
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০০

শি শিরকুমার দাশের কবিতা নাটক গদ্য চিঠিপত্র, সুবল সামন্ত সম্পাদিত শিশিরকুমার দাশ: জীবন ও মনন-এ (এবং মুশায়েরা, ২৫০.০০)। তাঁকে নিয়ে আলোচনার সঙ্গে চিন্ময় গুহ কৃত সাক্ষাৎকার, জীবন ও গ্রন্থপঞ্জি। অবলা বসুর সঙ্গে রবীন্দ্রনাথের সামাজিক ও ব্যক্তিগত নৈকট্যের বিবরণ— দেবাঞ্জন সেনগুপ্তের রবীন্দ্রনাথের আর এক বৌঠান/ কবিজীবনের অনালোকিত রোমান্স-এ (দীপ, ১০০.০০)। মতি নন্দীর কলমে বার বার উঠে আসে উত্তর কলকাতা। তাঁকে নিয়ে আলোচনা, সাধন চট্টোপাধ্যায় সম্পাদিত প্রসঙ্গ: মতি নন্দী-তে (প্রমা, ১৩০.০০)।

‘আত্মকথায় বিগত অর্ধশতকের স্মৃতির রক্তক্ষরণ’ ঘটিয়েছেন অজয় গুপ্ত (আমার ভাঙা পথের রাঙা ধুলায়, অবভাস, ২২৫.০০)। শিক্ষক, বন্ধুমহল, প্রকাশনা ও প্রচ্ছদভাবনা, সাহিত্যবিচার— ব্যক্তিগত জীবনের সূত্র ধরে বিভিন্ন সময়ে লেখা নানান নিবন্ধের সংকলনে একটা চলমান সময়ের ঝাঁকিদর্শন।

Advertisement

উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের দীর্ঘ জীবনপথ পরিক্রমার সূত্রেই কথা দিয়ে গড়া ছবির অ্যালবাম ও অ্যালবাম পুনশ্চ। এ বার এ দুটি একত্রে অ্যালবাম সমগ্র (আনন্দ, ৫০০.০০)।

‘একটা নির্দিষ্ট পার্টিলাইন অনুসরণ করে আর যাই হোক শিল্পী হয়ে ওঠা যায় না।’— ঋত্বিক ঘটক প্রসঙ্গে কুমার সাহানি, সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে। অন্যদের সঙ্গেও ঋত্বিককে নিয়ে সঞ্জয়ের আড্ডা, তারই গদ্যভাষা: ঋত্বিক উপনিবেশ (খোয়াবনামা, ১০০.০০)। ‘তপন সিংহের নাম কেন উচ্চারিত হয় না, ‘রায়-ঘটক-সেন’ এই ত্রয়ীর সঙ্গে!’ এই প্রশ্ন থেকেই তাঁকে নতুন ভাবে আবিষ্কার করেছেন অপূর্ব বিশ্বাস: বাঙালীর আপনজন/ তপন সিংহ (পত্রলেখা, ১২০.০০)। সঙ্গে সুকুমার রায়ের তোলা ছবি।

একদা পার্থ বন্দ্যোপাধ্যায়ের ‘হাতে এসে পড়ল তপন রায়চৌধুরীর ‘‘বাঙালনামা’’।’ মতে মেলেনি পুরোপুরি। আমেরিকাবাসী পার্থবাবু ভাবলেন, ‘একটা সমান্তরাল স্মৃতিকাহিনি লিখে ফেললে কেমন হয়? সভ্যতার আইন মেনে এক জীবনমুখী বিতর্ক?’ জন্ম নিল ৩৫০ পাতার ঘটিকাহিনি (রাবণ, ৪৫০.০০)। তপন রায়চৌধুরী অবশ্য ইতিমধ্যে বিদায় নিয়েছেন।

‘এত মানুষের কথার ভেতর দিয়ে, এত জীবনের গল্পের ভেতর দিয়ে তোমাকে খুঁজেছি আমি, তোমার কণ্ঠস্বর শুনতে চেয়েছি। এস, মুখ ফেরাও। মানুষ বড়ো কাঁদছে, দেখ, তুমি তার পাশে দাঁড়াও।’ পরিমল ভট্টাচার্য তাঁর অপুর দেশ (অবভাস, ২৫০.০০)-কে বলেছেন ‘একটি আত্মকাহিনী’। নিছক আত্মকাহিনি নয়, অসামান্য ভাষায় গভীর এক জীবন-দর্শন।

যেন স্মৃতিকথার আড়ালে ছিন্নমূলের আখ্যান রচনা করেছেন সচ্চিদানন্দ দত্ত রায়। বরিশালের গ্রামের কাহিনি (পুরানো বালাম চালের ভাত, সেরিবান, ৩০০.০০) ছাপিয়ে এই আখ্যান প্রসারিত হয়েছে তৎকালীন সমাজচিত্রে।

বাংলা মান্থলি রিভিয়ু-র (সম্পা: আশীষ লাহিড়ী, ৫০.০০) সাম্প্রতিক সংখ্যায় পিট সীগার-কে নিয়ে বিশেষ ক্রোড়পত্র।

ল্যাডলী মুখোপাধ্যায় রচিত ও সংকলিত হস্তীর কন্যা-য় (সহজপাঠ, ১২৫.০০) প্রতিমা বড়ুয়া পাণ্ডের কিছু সাক্ষাৎকার আর তাঁর গাওয়া জনপ্রিয় গান, ভিন্ন গোত্রের মুখবন্ধ ও গদ্য। মানুষ হিসেবে কেমন ছিলেন ভিনসেন্ট ভ্যান গঘ, তার হদিশ মিলবে তাঁরই চিঠিপত্রে। আবার তাঁর অন্য ছবিও বিভিন্ন জনের স্মৃতিতে। তাঁর মৃত্যুর সপাদ শতবর্ষ স্মরণে ভিনসেন্ট ভ্যান গঘ/ স্মৃতির ক্যানভাসে (ভাষালিপি, ১৫০.০০)। সংকলন ও সম্পা: অনির্বাণ রায়। রবীন্দ্রনাথকে নিবেদিত পঞ্চাশটি কবিতা ও ছড়া, অক্ষয়কুমার বড়াল থেকে শঙ্খ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় থেকে জয় গোস্বামী পিনাকী ঠাকুরের রচনা। পাশাপাশি জ্যোতিরিন্দ্রনাথ থেকে রামকিঙ্কর থেকে সত্যজিৎ রায়ের চিত্রকলা ভাস্কর্য। শমীন্দ্র ভৌমিক সম্পাদিত এক অভিনব সংকলন: ছবি ও কবিতায় রবীন্দ্রনাথ (প্রতিক্ষণ, ৪০০.০০)।

আরও পড়ুন
Advertisement