চিত্রকলা ও ভাস্কর্য ২

অন্তরালে থেকেও তারুণ্যের তেজ

মাত্র ২২-বছরে পৃথিবী থেকে বিদায় নিতে হল মেধাবী ও উদীয়মান আলোকচিত্রী দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই আলোকচিত্র নিয়ে কেমোল্ড গ্যালারিতে অনুষ্ঠিত হল প্রদর্শনী।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২০

মাত্র ২২-বছরে পৃথিবী থেকে বিদায় নিতে হল মেধাবী ও উদীয়মান আলোকচিত্রী দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই আলোকচিত্র নিয়ে কেমোল্ড গ্যালারিতে অনুষ্ঠিত হল প্রদর্শনী। দীপাঞ্জন তাঁর তারুণ্যের স্বপ্ন দিয়ে সমস্ত দৃশ্যের মধ্যেই দৃশ্যাতীতের ব্যঞ্জনা এনেছিলেন। একটি মাকড়শার সৌন্দর্যের সঙ্গে আপতিকভাবে ঝরে পড়া এক বিন্দু জলের সৌন্দর্যকে পাশাপাশি রেখে প্রকৃতির অপার রহস্যকেই অনুধাবন করতে চেয়েছিলেন তিনি।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • ক্যালকাটা পেইন্টার্স ১ মার্চ পর্যন্ত।

কালার স্ট্রিট ১ মার্চ পর্যন্ত।

ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ২ মার্চ পর্যন্ত।

শ্যামল, শিশির প্রমুখ ৯ মার্চ পর্যন্ত।

সন্দীপ সুমন ভট্টাচার্য ২ মার্চ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • অ্যালিগরি কাল শেষ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল: • শাহিদ রসাম কাল শেষ।

কেমোল্ড গ্যালারি: • স্প্রিংস্ ইমোশন ৭ মার্চ পর্যন্ত।

চেম্বার অব ফাইন আর্টস: • টেরাকোটা প্রদর্শনী ৬ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement